Date : 2024-04-25

Bikaner Express : প্রযুক্তিগত পরীক্ষা ছাড়াই চলেছিল বিকানের এক্সপ্রেস, ত্রুটিপূর্ণ ইঞ্জিনের ব্যবহার।

সুচারু মিত্র, রিপোর্টার : রুটিন পরীক্ষা ছাড়াই যাত্রী পরিবহন করেছিল বিকানের এক্সপ্রেস। ইঞ্জিনের প্রযুক্তিগত পরীক্ষা প্রত্যেক দু মাস অন্তর করার কথা। ২২৩৭৫ ( WAP4) ইঞ্জিনটি শেষবার পরীক্ষা করা হয়েছিল 11 ই নভেম্বর। ২ মাস পর কোন পরীক্ষা না করেই 12 ই জানুয়ারি যাত্রা করানো হয় বিকানের এক্সপ্রেসকে। প্রশ্নে রেলের সুরক্ষা ব্যবস্থা। দুর্ঘটনার তদন্ত নিয়ে আজ উত্তর সীমান্ত রেলের জরুরি বৈঠক।

বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনে যে ত্রুটি রয়েছে তার স্টেটাস রিপোর্ট চালকের কাছে কেন পৌঁছয়নি তার নিয়েও প্রশ্ন উঠল। এছাড়াও সাপ্তাহিক এক্সপ্রেসে পুরনো আইসিএফ কোচের ব্যবহার কেন প্রশ্ন উঠেছে তা নিয়েও। দুর্ঘটনা এড়াতে আজ রেল বোর্ডের চেয়ারম্যান একাধিক নির্দেশ দিয়েছেন জেনারেল ম্যানেজারদের।