Date : 2024-04-26

কাবুলে পর পর ৩টি বিস্ফোরণ

রিমিতা রায়, নিউজ ডেস্ক ঃ ফের নাশকতার নিশানায় কাবুল। কাবুলের স্কুলে পরপর বিস্ফোরণে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন ১১ জন। এরপরও মৃত্যুর খবর বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য কর্তারা। মঙ্গলবার বেলায় জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। জানা গিয়েছে, পশ্চিম কাবুলের আব্দুল রহিম শহিদ উচ্চবিদ্যালয়ে মঙ্গলবার ৩টি বিস্ফোরণ হয়েছে। যদিও এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী। বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন সকালে পড়ুয়ারা যখন ক্লাস থেকে বের হচ্ছিল, সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দ্বিতীয় বিস্ফোরণটি হয় দাস্ত-এ-বারচি এলাকার একটি স্কুল থেকে। তবে এনিয়েও ধোঁয়াশা রয়েছে।

অন্য একটি সূত্রের খবর, একটি স্কুলেই পর পর তিনটি বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। জখম বহু। যদিও মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, শহরের আবদুল রহিম শহিদ হাইস্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে হতাহত হয়েছেন অনেকে। পরপর বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা অনেকে মনে করছেন, হ্যান্ড গ্রেনেড ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয়। কে বা কারা এই বিস্ফোরণে ঘটিয়েছে তার তদন্ত শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, আফগানিস্তানে ফের জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিতে পারে।গত বছর আফগানিস্তান দখল করেছিল তালিবান। এই ঘটনার পরই পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের উচিত পাকিস্তান ও আফগান সীমানা সুরক্ষিত রাখা। পাশাপাশি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানানো হয়।