Date : 2024-04-26

নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের – বিশেষ ট্রেনিং পাবেন নার্সরা

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের। এবার থেকে শুরু হচ্ছে নার্সদের বিশেষ প্রশিক্ষণ। ৩ মাসের এই ট্রেনিংয়ের পর তাদের পাঠানো হবে গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। কমিউনিটি হেলথ অফিসার হিসাবে কাজ করবেন তারা। মূলত চুক্তি ভিত্তিতে কাজ করবেন তারা তবে তারা প্রেসক্রিপশন বা ডেথ সার্টিফিকেট লিখতে পারবেন না। ৭০৪জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

জানা গেছে এই নয়া প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে ৭০৪ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে । প্রশিক্ষণ সম্পূর্ণ হলে গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পাঠানো হবে তাঁদের।

এই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত নার্সরা গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার হিসাবে কাজ করবেন। তবে তারা প্রেসক্রিপশন লিখতে পারবেন না এছাড়াও পারবেন না ডেথ সার্টিফিকেট ইস্যু করতে।

গ্রামে-গঞ্জে পর্যাপ্ত সংখ্যক ডাক্তারের ঘাটতি মেটাতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে তারা কাজ করবেন চিকিৎসকদের পপরিপূরক হিসাবে।