Date : 2024-04-25

মতবিরোধ রয়েছে! তবে কলকাতা পুরসভার পি এস সি নির্বাচনে জোট বেঁধে নামছে বাম কংগ্রেস

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ভোট গেল জোট গেল এই মন্তব্য করে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন সীতারাম ইয়েচুরি। তার পরে বিভিন্ন নির্বাচনে বাম ও কংগ্রেসের কে একলা চলো নীতি নিয়ে চলতে দেখা গেছে। এবার অবার কংগ্রেস এবং বামেরা জোট বাঁধতে চলেছে। জুন মাসের প্রথম সপ্তাহে কলকাতা পৌর সংস্থার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচন হতে চলেছে। আর সেই নির্বাচনে লাল ঝান্ডা হাত ধরতে চলেছে। এদিন কলকাতা পৌর সংস্থায় কাউন্সিলর ক্লাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচনের জন্য মনোয়নপত্র দাখিল করার প্রক্রিয়া শুরু করলেন কংগ্রেস ও বাম কাউন্সিলররা। মনোয়নপত্র দাখিল করার জন্য একে উপরে সমর্থন করে সই করলেন বামফ্রন্টের পক্ষ থেকে ৯২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা দেব। তার মনোয়নপত্র সমর্থন করে ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর সন্তোষ পাঠক এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারী সই রয়েছে। একই ভাবে তাদের মনোয়নপত্র সই করে সমর্থন জানালেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচনের জন্য বামেদের প্রার্থী হিসাবে মধুছন্দা দেব। এদিন মনোয়নপত্র দাখিল করার প্রক্রিয়া সম্পন্ন করার সময় জানান যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচনে তারা কংগ্রেস কে সমর্থন করছেন। আর একই ভাবে কংগ্রেস তাদের কে সমর্থন করছে।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচন ভিত্তিতে এই জোট বাঁধা হলেও আগামী দিনে যৌথ ভাবে কংগ্রেসের সঙ্গে আন্দোলনে তারা যাবেন কি না সেটা নিয়েসঠিক তথ্য দিতে পারলেন না বাম কাউন্সিলর মধুছন্দা দেব। একই ভাবে ভবিষ্যত নিয়ে বামেদের সঙ্গে জোট নিয়ে দোলাচলে কংগ্রেস ও। এদিন ১৩৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর জানান যে দলের নির্দেশে তিনি মনোয়নপত্র দাখিল করার জন্য এসেছেন। তবে আগামীদিনে বাম কংগ্রেসের একসঙ্গে চলার পথ খুঁজে বের করতে সিদ্ধান্ত নেবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বলে জানান কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারী। ইতিমধ্যে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ২৬মে থেকে ২রাজুন পর্যন্ত দুপুর ১২ টা থেকে ৩পর্যন্ত করা যাবে। ৩ জুন বেলা ১ টা থেকে ৩ টে পর্যন্ত মনোয়নপত্র যাচ্ছাই করা কাজ চলবে। আগামী ৬ জুন পর্যন্ত মনোয়নপত্র দাখিল করার শেষ দিন। দুপুর ৩ টে পর্যন্ত মনোয়নপত্র জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্ভবত আগামী 20 জুন কলকাতা পৌর সংস্থার পৌর অধিবেশনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচন হতে পারে বলে সূত্রের খবর। তার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচনের আগে কংগ্রেস ও বামেদের নতুন করে জোট বাঁধা প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে রাজনীতিক জল্পনা। তবে বিধান সভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচনের ঘটনার প্রভাব কলকাতা পৌর সংস্থার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচনের উপরে পড়বে কি না সেটা সময়ই বলবে। তবে এই আর্থিক হিসাব নিকাশের জন্য তৈরি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বিরোধীরা মর্যাদা পাবে তো। সেই প্রশ্ন এখন ঘুর পাক খাচ্ছে কলকাতা পৌর সংস্থার অন্দরে।