শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- ২০২৪-এর কলকাতা বই মেলার (International Kolkata Book Fair) উদ্বোধন হবে আগামী ১৮ জানুয়ারি। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে বেশি দিন ধরে চলবে কলকাতা বইমেলা। পাশাপাশি আগামী বছরের কলকাতা বইমেলায় নতুন প্রকাশনা সংস্থার সংখ্যা অন্তত ৫০-৬০টির মতো বাড়ছে, তাই স্টলের সংখ্যাও বাড়াবেন, এমনটাই জানালেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড – এর সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। গতবছর বই বিক্রি ভাল হয়েছে। তা দেখে নতুন প্রকাশকদের মধ্যে অনেকেই আগামী বইমেলায় অংশ নেওয়ার আর্জি জানিয়েছেন। এবার অন্তত ৫০ থেকে ৬০ জন নতুন প্রকাশক বইমেলায় স্টল দেবেন বলে জানান সুধাংশুশেখর বাবু।
শুধু নতুন প্রকাশকদের জন্যে জায়গা নয়, লিটল ম্যাগাজ়িনের টেবিলের সংখ্যাও বাড়ানো হবে বইমেলায় বলে জানিয়েছেন বইমেলার এক কর্তা।
অনেক প্রকাশকরা আছেন যারা তাদের নতুন বইয়ের উদ্বোধন ২০২৪ – এর বইমেলায় (International Kolkata Book Fair) করবেন। নতুন ও পুরাতন বই মিলিয়ে বই এর সংখ্যা বাড়ছে। বই সামনে সাজিয়ে রাখার জন্য জায়গাও দরকার। তাই যাদের বই বেড়েছে, তাদের ৫০ বর্গফুটের বদলে ১০০ বর্গফুট জায়গা দেওয়া কথা ভাবনা চিন্তা চলছে।
বইমেলা শুধু বই এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। বই মেলায় বই কিনতে আসার পাশাপাশি ভুরিভোজ, আনন্দ, আড্ডা থাকে। তাই ফুড কোর্ট, সাংস্কৃতি অনুষ্ঠান, নিরাপত্তা সব কিছু মাথায় রেখেই বই মেলায় সমীক্ষা চলছে যে কিভাবে স্টল বাড়ানো যায়। এছাড়া নতুন বছরে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কথা মাথায় রেখেই বই মেলা এগিয়ে আনা হয়েছে।
রবিবার তো ছুটির দিন রয়েছে এছাড়াও এক্সট্রা ছুটির দিন হিসেবে ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি পাবে বই প্রেমীরা। গিল্ডের সমীক্ষা অনুযায়ী গত বার প্রায় ২৬ লক্ষ বইপ্রেমীর সমাগম হয়েছিল বইমেলায়। বই বিক্রি হয়েছিল ২৫ কোটি টাকার মতো। নতুন বছরে নতুন আশা এবার আরও বেশি বইপ্রেমীর ভিড় হবে এবং বেশি করে বই বিক্রি হবে বলেই মনে করছেন গিল্ডকর্তারা।