Date : 2024-04-26

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:-বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই কে সিট (SIT)গঠনের নির্দেশ দিয়েছিলেন।প্রাক্তন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর প্রায় ১ঘন্টা ক্লাস নিয়েছিলেন বর্তমান সিবিআইয়ের অধিকারীকদের।

কিভাবে তাঁরা তদন্ত করবেন বা কিভাবে করা উচিত।ভরা এজলাসে লিখে নিয়ে আসা প্রাক্তন রাজ্যের মন্ত্রী উপেন বিশ্বাস।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন দিয়ে শুনেছিলেন শুধু নয় এজলাসে উপস্থিত বর্তমান সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরও।

সিট গঠনে পাঠ দিয়েছিলেন প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাস।সেই মতো বিচারপতি সিবিআই কে নির্দেশ দেন।যাঁরা যাঁরা সিটের অধীনস্থ থাকবেন তাঁদের ঠিকুজি কুষ্টি জমা দিতে হবে।আগামীকাল শুক্রবার সকালে জমা দেওয়ার নির্দেশ থাকলেও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে নজরদারিতে সিবি ইনভেস্টিগেশন টিম তদন্ত করবে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন প্রাক্তন সিবিআইয়ের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর যে উপদেশ দিয়েছেন তাতে আমি খুশি।আমি সিবিআই কে নির্দেশ দিচ্ছি তদন্তকারী আধিকারিক চন্দন মন্ডল মামলায় আদালতে নজরদারিতে হবে।
সিবিআইয়ের পক্ষ থেকে একটি সিট গঠন করবেন।তদন্তকারী আধিকারিকদের নাম আদালতে আগামী শুক্রবার জমা দিতে হবে।আগামী ১৭ই জুন আদালতের সিটের তদন্তকারী আধিকারিকদের নামের তালিকা জমা দিতে হবে।সেই টিমে কমপক্ষে ১২ জনের মধ্যে থাকতে হবে।জয়েন্ট ডিরেক্টারেটের নাম দিতে হবে যিনি সিবিআইয়ের কলকাতা ব্রাঞ্চে বর্তমানে কর্মরত।একজন ACP ব্রাঞ্চের অধিকারীর নামও দিতে হবে।অন্যান্য মামলায় যা সিবিআই তদন্ত করছে তাতে আদালত খুশি নয়।
সেকেন্ডারি এডুকেশন মামলায় সিবিআইয়ের কোন উল্লেখযোগ্য ভূমিকা দেখতে পায়নি… বিচারপতি। সিবিআইয়ের DIG উপস্থিত ছিলেন।সিবিআইয়ের বাকি তদন্ত নিয়ে হতাশ হাই কোর্ট।আমি আশা করবো ভবিষ্যতে সিবিআই তাঁরা তাঁদের দায়িত্ব পালনে কোনখামতি রাখবেন না।

আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।