Date : 2024-04-26

বুধবার নিয়মরক্ষার ম্যাচ ভারতের, তবুও জিততে মরিয়া শিখর-সুর্যরা

মৈনাক মিত্র, সাংবাদিক; বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ ইতিমধ্যে জিতে যাওয়ায় ভারতের কাছে এই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। রবিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা 12টি সিরিজ জিতে বিশ্বরেকর্ড করেছে ভারত। সেই লজ্জা ঢাকতে মরিয়া পুরানরা। জোসেফ, হোপদের সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারতীয় ক্রিকেট দলও। শিখর ধাওয়ানের নেতৃত্বে টিম ইন্ডিয়া ক্যারিবিয়ানদের বিপক্ষে কার্যত তেল খাওয়া মেশিনের মতো দৌড়াচ্ছে। প্রায় প্রতি ভারতীয় ব্যাটারই কম বেশি রান পাচ্ছেন, যা আখেরে সাহায্য করছে দলকে। দুই ম্যাচেই 300-র বেশি রান করে ফেলায় আত্মবিশ্বাসের দিক থেকে ভালো জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। যদিও বোলিং নিয়ে মাথা ব্যাথা থেকেই যাচ্ছে টিম ইন্ডিয়ার। শেষ দুই ম্যাচে অর্ধশতরান করেছেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনরা। যদিও সুর্যকুমার যাদব নিজের ফর্ম ফিরে পাননি। হাঁটুর চোটের জন্য সিরিজের প্রথম দুই ম্যাচেই খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। তৃতীয় ম্যাচেও রবীন্দ্র খেলা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। গত ম্যাচে অক্ষর প্যাটেল বলে ব্যাটে যেভাবে দলকে জিতিয়েছেন তাতে তাকে বসিয়ে জাদেজাকে সুযোগ দেওয়াও কঠিন কাজ হতে চলেছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে। ফলে তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে জাদেজাকে। আবেশ খানের পরি঵র্তে তৃতীয় ম্যাচে খেলতে পারেন অর্শদীপ সিং। আবেশ খান শেষ ম্যাচে 6 ওভারে 54 রান দিয়েছিলেন। কোনও উইকেটও পাননি। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও পরীক্ষা নিরিক্ষার পথে হাঁটছে না ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ান শিবিরও শেষ ম্যাচে মরণ কামর দিতে মুখিয়ে রয়েছে। তৃতীয় ম্যাচে ফেরানো হতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার জ্যাসন হোল্ডারকে। যেনতেন প্রকারেণ তৃতীয় ম্যাচ জিতে সম্মানরক্ষা করতে মরিয়া রয়েছে শাই হোপ, আলজারি জোসেফ, নিকোলাস পুরানরা। বোলিংয়ে পরিবর্তনও করতে পারে উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বুধবার কুইন্স পার্ক ওভালে ভারতীয় দল ক্যারিবিয়ান বধ করে সিরিজ 3-0 জিততে পারে কি না। আম্রাপালি গ্রুপের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনির করা মামলায় আপাতত শুনানি স্থগিত রাখছে সুপ্রিম কোর্ট। 2019 সালে আম্রপালি গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহেন্দ্র সিং ধোনি। ওই সংস্থার থেকে 42 কোটি টাকা পাওয়ার কথা থাকলেও ধোনিকে তা দেওয়া হয়নি। উল্লেখ্য এই সংস্থার বিপক্ষে ইডিকেও তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। ধোনির প্রাপ্য অর্থ আদায় করার জন্য,স্বতঃপ্রনোদিত উদ্যোগ নেবে আদালত।