Date : 2024-05-11

রাত পোহালেই ২১জুলাই, শহর জুড়ে চলছে প্রস্তুতি

সায়ন্তিকা ব্যানার্জি,সাংবাদিকঃ রাত পোহালেই ২১জুলাই। শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছেন কলকাতায়। শিয়ালদহ হাওড়াতে ধরা পড়ছে সেই ব্যস্ততা।

২ বছর পর ভার্চুয়ালি নয় সশরীরে হাজির হয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামীকাল তার বার্তা শুনতে উদগ্রীব সকলেই। দুদিন আগে থেকেই কলকাতায় আসছেন তৃণমূল সমর্থকরা।

একাধিক জেলা থেকে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে তৃণমূল নেতা কর্মীরা কলকাতায় আসছেন। কেউ ট্রেনে, বাসে বা গাড়িতে। ২ বছর ভার্চুয়াল সভার পর দলনেত্রী সমাবেশে কী বার্তা দেন, তা শুনতে উদগ্রীব তৃণমূলের নেতা-কর্মীরা।

আগামীকাল একাধিক জায়গা থেকে মিছিল আসতে চলেছে। সেই প্রস্তুতিও চলছে।জানা যাচ্ছে যে শহরজুড়ে ১০টি জোন ভাগ করা হয়েছে নিরাপত্তাবেষ্টনী। প্রতি জোনে কমপক্ষে ৫টি করে পুলিশ পিকেট থাকবে। 

আগামীকাল যে সব রুটে মিছিল আসবে-

চিড়িয়ামোড় – বিটি রোড – দমদম রোড – নর্দার্ন অ্যাভিনিউ – রাজা মণীন্দ্রনাথ রোড – বেলগাছিয়া রোড

হাজরা মোড় – জওহরলাল নেহরু রোড – ধর্মতলা

পার্ক সার্কাস মোড় – সুরাওয়ার্দি অ্যাভিনিউ – ফিলিপস মোড় – সিআইটি রোড – মৌলালি – এসএন ব্যানার্জী রোড – ডোরিনা ক্রসিং

হাজরা মোড় – শ্যামাপ্রসাদ মুখার্জি রোড – এটিএম রোড – জওহরলাল নেহরু রোড – ধর্মতলা  আসবে দক্ষিণ কলকাতার মিছিল । 

হাওড়া ব্রিজ – স্ট্র্যান্ড রোড – কিংসওয়ে – রেড রোড – মেয়ো রোড – জওহরলাল নেহরু রোড – বেন্টিঙ্ক স্ট্রিট – ধর্মতলা রুটে মিছিল আসবে। 

এজেসি বোস রোড – মৌলালি মোড় – এসএন ব্যানার্জি রোড – ডোরিনা ক্রসিং  – ধর্মতলা