Date : 2024-05-08

ডেঙ্গি মোকাবিলায় কড়া নবান্ন। সতর্ক থাকার বার্তা মুখ্যসচিবের

সঞ্জু শুর, সাংবাদিক : বৃহস্পতিবার‌ই খোদ শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তার ২৪ ঘন্টা কাটার আগেই জরুরি বৈঠকে বসলো নবান্ন।‌ শুক্রবারের এই বৈঠকে ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বিশেষ করে মেট্রো সহ কেন্দ্রিয় বিভিন্ন প্রকল্পের কাজ যেখানে যেখানে চলছে সেইসব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বেশি জোর দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

প্রতিবছরই বর্ষার সময় কয়েক মাস ধরে ডেঙ্গির প্রকোপ বাড়ে রাজ্যের বিভিন্ন এলাকায়। ডেঙ্গির প্রকোপে মৃত্যুর ঘটনাও ঘটে। এই বছর এখনো পর্যন্ত বৃহস্পতিবার এক পড়ুয়ার মৃত্যু ছাড়া ডেঙ্গির কারণে আর কোনো মৃত্যুর খবর সামনে আসেনি, যা নবান্নকে কিছুটা স্বস্তিতে রাখলেও কোনো ঢিলেমি দিতে রাজি নয় প্রশাসন। এবছর বর্ষা আসার অনেক আগেই গত ৮ জুলাই বৈঠক করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে সতর্ক করেছিলেন মুখ্যসচিব। তবে বৃহস্পতিবারের ঘটনায় কিছুটা উদ্বিগ্ন নবান্ন এদিন মুখ্যসচিবের নেতৃত্বে আরো একটি বৈঠকে বসে। রাজ্য ও জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলা প্রশাসন, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি সহ কয়েকটি পুরসভার কর্তা, মেডিক্যাল কলেজের সুপার/প্রিন্সিপাল ও কয়েকটি দফতরের বিভাগীয় সচিবদের উপস্থিতিতে হ‌ওয়া এই বৈঠকে কয়েকটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সূত্রের খবর, বৈঠকে কলকাতা পুরসভার কমিশনারকে আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে শহরের যে সব এলাকায় মেট্রো রেলের কাজ চলছে সেইসব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে অধিক জোর দিতে হবে। এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে সেই কাজ করতে হবে। পাশাপাশি কলাকাতা ছাড়াও রাজ্যের যে সব শহরগুলোতে কেন্দ্রিয় ও রাজ্যের প্রকল্পের কাজ চলছে, তা যদি ঘন বসতিপূর্ণ এলাকা হয় সেখানেও নিয়মিত ব্লিচিং পাউডার ছড়ানো সহ পরিষ্কার রাখতে হবে বলে জানানো হয়েছে। টেস্টের সংখ্যা তো বাড়াতে হবেই, তার পাশাপাশি খাল ও নর্দমা পরিষ্কারের দিকে বিশেষ নজর দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এলাকা বেছে নিয়ে মশার লার্ভা নিধনকারি ‘গাপ্পি’ মাছ আরো বেশি করে ছাড়তে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগণা, হুগলী ও হাওড়া প্রভৃতি জেলাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব।