Date : 2024-05-02

দক্ষিণেশ্বর পর কালীঘাটে স্কাইওয়াক। ভক্তদের সুবিধার্থেই এই স্কাইওয়াক। এর ফলে কিছুটা হলেও অসুবিধায় ব্যবসায়ীরা।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: দূর দূরান্ত থেকে বহু ভক্ত এর আনাগোনা এই কালিঘাট মন্দিরে। আগত ভক্তদের সুবিধার্থেই স্কাইওয়াক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রকল্পটি দক্ষিণেশ্বর স্কাইওয়াকের আদলে, গত বছর কালী পুজোয় উদ্বোধন করা হয়েছিল।কালীঘাট এ স্কাইওয়াক নির্মাণ হচ্ছে কালীঘাট মন্দির রোডের পাশে। স্কাইওয়াকটি শ্যামা প্রসাদ মুখার্জি রোড এবং কালী মন্দির রোডের সংযোগস্থল এ এবং মন্দিরের গেটের কাছে একটি জায়গার মধ্যে যা প্রসারিত হবে। হাজরা রোড থেকে মন্দিরে আসা ভক্তদের জন্য কালীঘাট ফায়ার স্টেশনের দিকে একটি পার্ট থাকবে।আর একটি পার্ট কালীঘাট থানার কাছে অবতরণ করবে। এছাড়া একটি পার্ট এসপি মুখার্জি রোড-কালী মন্দির রোড ক্রসিং থেকে কালীঘাট মন্দিরে নিয়ে যাবে,বলে জানা যাচ্ছে। স্থানীয় ও অন্যান্যদের সতর্ক করার জন্য নির্মাণস্থলের চারপাশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
সূত্র দ্বারা যেটা জানা যাচ্ছে যে স্কাইওয়াক এর আনুমানিক খরচ প্রায় ৭২ কোটি টাকা। মোট দৈর্ঘ্য: প্রায় ৪৩০ মিটার, প্রস্থ: প্রায় ১০.৫ মিটার, সময়সীমা: ১৮ মাস। বর্তমানে কাজ চলছে। প্রায় এক বছরের কাছাকাছি হয়েছে বলে জানালেন ওখানে অবস্থিত দোকানদার রা। কাপড় দোকান, খাবার দোকান, পূজার সামগ্রী সহ কালীঘাট মন্দির চত্বর জুড়ে বহু দোকান আছে। স্কাইওয়াক তৈরি করাকে কেন্দ্র করে অসুবিধার মুখে পড়ছেন ওই এলাকার ব্যবসায়ী ও পান্ডারা। ক্রেতা ও গ্রাহক আসা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তবে কিছু দোকানদাররা জানাচ্ছেন তাদের দোকানের অন্যত্র ব্যবস্থা করে দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয়েছে।পথচারীদের সুবিধার জন্যে সিঁড়ি ছাড়াও চারটি এস্কেলেটর এবং তিনটি লিফট থাকছে বলে জানা যাচ্ছে।