Date : 2024-04-26

বৃহস্পতিবার টি20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে ভারত

মৈনাক মিত্র, সাংবাদিক; বৃহস্পতিবার টি20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে ভারত। প্রথম সেমিফাইনালে ইতিমধ্যেই পাকিস্তান জিতে ফাইনালে পৌঁছে গেছে। অল এশিয়ান ফাইনাল কি হবে রবিবার, তার উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার বডিলেডে। অস্ট্রেলিয়ার উইকেটে ইংল্যান্ড পেসারদের কন্ট্রোল করা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। কারণ ব্রিটিশ বোলারদের গতি নির্ভর বোলিংয়ের জন্য বডিলেডের পিচ যথেষ্ট সহায়ক। ভারতীয় দলে চারজন ফাস্ট বোলার থাকলেও ইংল্যান্ডে মার্ক উড, ক্রিশ ওক্সদের প্রথম চার ওভার নিয়েই চিন্তা ভারতের। কারণ এবারের টি20 বিশ্বকাপে কোনও ম্যাচেই ভারতের ওপেনিং পেয়ার মন জিততে পারেনি। তাই ইনিশিয়াল চার থেকে পাঁচ ওভার নিয়েই ভাবছে ভারত। এই ম্যাচে রোহিত, রাহুলদের রান পাওয়া অত্যন্ত জরুরি। কারণ ওপেনাররা রান পেলেই বিরাট, সুর্যকুমার যাদবদের মিডল অর্ডারের যেমন সুবিধা হবে। তেমনই হার্দিক, ঋষভদের ফিনিশিংয়ে সুবিধা মিলবে। এই ম্যাচে দীনেশ কার্তিকের পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে ঋষভ পন্থকে।

একান্তই ব্যাটিংয়ের কথা মাথায় রেখেই ঋষভকে আনা হতে পারে প্রথম একাদশে। ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংদের শুরুর কয়েকটা ওভার এই ম্যাচে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটার জস বাটলার, বলেক্স হেলস এবং বেন স্টোক্সের ওপরই তাঁদের রানের ভিত নির্ভর করে। কম রানের মধ্যে এই তিনটি উইকেটে তুলে নিতে পারলে পাল্টা চাপ দেওয়া যাবে বাটলারদের। বডিলেডে অবশ্য টস ফ্যক্টর বেশ গুরুত্বপূর্ণ। কারণ প্রথম সেমিফাইনাল থেকে শিক্ষা নিয়েই দুই দলই চাইবে প্রথমে ফিল্ডিং করতে। এছাড়া মেলবোর্নের থেকে বডিলেডের মাঠ ছোট হওয়ায় টার্গেট নিয়েই খেলতে চাইবে ভারত-ইংল্যান্ড দুই দলই। চলতি বছরের জুলাইতে ইংল্যান্ডে গিয়ে তাদের টি20 সিরিজে হারিয়েছিল ভারত। সেই সিরিজে 3 ম্যাচে 171 রান করেছিলেন সুর্যকুমার যাদব। সিরিজ জয়ের সেই আত্মবিশ্বাসই এখন অস্ত্র রোহিতের। এখন দেখার বৃহস্পতিবার ভারতের সুর্যোদয় হয় কিনা বডিলেডের সবুজ ঘাসে।