Date : 2024-04-29

ঘূর্ণিঝড়ের প্রভাবে শীত উধাও রাজ্যে। আগামী কয়েকদিন তাপমাত্রা পারদ থাকবে ঊর্ধ্বমুখী।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রার পারদ অনেকটায় পতন হয়েছিল। সর্বনিম্ন তামাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি হয়েছিল। তবে ঘূর্ণিঝড় মান্দাসের কারণে আবার পারদ ঊর্ধ্বমুখী। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ কিছুটা কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মান্দাসে নামে।

ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে দিনের তাপমাত্রা যেমন পারদ চড়ছে। তেমন রাতের তাপমাত্রা পারদ ২ডিগ্রি পর্যন্ত বেড়েছে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী তিন চারদিন পর আবারও তাপমাত্রার পারদ কমবে। গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক। আজ রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা হলো ১৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
এবং সর্বোচ্চ তাপমাত্রা হলো ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বলছে আলিপুর আবহাওয়া দফতর।