Date : 2024-04-26

শুভেন্দু অধিকারীকে FIR এর জালে জড়াতে গিয়ে বিপাকে রাজ্যে সরকার

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক ঃ স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
রাজ্যের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার এত দ্রুত বা এত জরুরি প্রয়োজনীয়তা কি। যদি এই মুহূর্তে এফআইবিআর নাই হয়ে থাকে যে ঘটনা ঘটেছে তা অপরাধযোগ্য ঘটনা তার জন্য পুলিশ প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করতেই পারতো । এইভাবে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের আইনজীবীদের। আগামী তিন সপ্তাহর জন্য পেছালো মামলার শুনানি।তিন সপ্তাহ পর নির্দিষ্ট বেঞ্চে আবেদনের নির্দেশ ।অর্থাৎ শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ আপাতত বহাল।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ মামলা করা যাবে না এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে রাজ্য করেছিল আবেদন সুপ্রিম কোর্টে ।সুপ্রিম কোর্ট পাঠিয়েছে কলকাতা হাইকোর্টে ।আজ সেই মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ FIR করা যাবে না ।কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ কে চ্যালেঞ্জ করে মামলা ।মামলা দায়ের এর অনুমোদন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর। ৮ ডিসেম্বর বিচারপতি রাজা শেখার মান তার নির্দেশকে চ্যালেঞ্জ করে আইনজীবী আবু সোহেল রাজ্য সরকার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছিলেন।