ষষ্ঠী চট্টোপাধ্যায় সাংবাদিক:-কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন টি এস শিবজ্ঞানম। হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মার্চ। তাঁর জায়গায় দেশের সবচেয়ে পুরোনো আদালতের প্রধান বিচারপতি হিসাবে বৃহস্পতিবার বিচারপতি টি এস শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির কলেজিয়াম। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন টি এস শিবজ্ঞানম। বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি। সবদিক বিবেচনা করে সর্বসম্মতিক্রমে তাঁর নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে কলেজিয়াম। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি শিবজ্ঞানমের কার্যকালের মেয়াদ রয়েছে।