Date : 2024-05-08

আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ কলকাতা নাইট রাইডার্স শিবিরে

আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রেয়স আইয়ার। যা খবর তাতে আইপিএলে কলকাতার হয়ে শুরুর বেশ কয়েকটা ম্যাচেও খেলতে পারবেন না এই মিডল অর্ডার ব্যাটার। আইপিএলে কেকেআরের হয়ে গতবার বেশ ভালোই খেলেছিলেন শ্রেয়স। জাতীয় দলের একদিনের ফরম্যাটেও নিয়মিত ক্রিকেটার তিনি, তবে চোটেই চিন্তা বাড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্সের। তার চোটের যা পরিস্থিতি তাতে এখনও ঠিকমতো হাটতে পারছেন না। দৌড়ের ক্ষেত্রে মাঝে মধ্যেই ব্যথা অনুভব করছেন। ফলে তাকে ছাড়াই আপাতত শুরুর কয়েকটা ম্যাচের ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে নাইটরা। ইতিমধ্যে শ্রেয়সের পরিবর্তে কে দলের দায়িত্ব নেবেন সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে নাইটদের অন্দরে। দৌড়ে রয়েছে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার টিম সাউদি, ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের নাম। এর মধ্যে সাউদিরই স্টপ গ্যাপ অধিনায়ক হওয়ার সমভাবনাই সব থেকে বেশি। কারণ কয়েক সপ্তাহ আগেই কিউয়িদের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। তবে সাউদি অধিনায়ক হলে নাইট শিবিরের অঙ্ক অনেকটা কঠিন হয়ে যাবে। কারণ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে অলরাউন্ডার হিসেবে দলে রাখতে গেলে স্রেফ একজনই বিদেশী স্পেশালিস্ট ব্যাটারকে খেলানো যাবে, তাও শ্রেয়সের মতো টি20 স্পেশালিস্ট ব্যাটারের অনুপস্থিতিতে। দুই ব্যাটারকে খেলাতে গেলে, নারিন এবং রাসেলের মধ্যে কাউকে বাদ পড়তে হবে যদি সাউদি অধিনায়ক থাকেন। তাই স্রেফ অভিজ্ঞতার দিকই নয়, এই অঙ্কগুলোকে মাথায় রেখেও স্টপগ্যাপ অধিনায়ক নির্বাচন করতে হবে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ককে। লিগের দ্বিতীয়ার্ধে ফুল ফিট হয়ে ফিরতে পারেন পারমানেন্ট অধিনায়ক শ্রেয়স আইয়ার। তার আগে প্রায় 5-7টা ম্যাচ কে দায়িত্ব সামলাবেন সেটাই এখন সব থেকে বড় চিন্তা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির কাছে।