Date : 2024-04-26

শনিবার আইপিএলে অভিজান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স

শনিবার আইপিএলে অভিজান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটেয়। দুই দলেরই চোটাঘাত সমস্যা রয়েছে। শ্রেয়স আইয়ারেরর অনুপস্থিতিতে নীতিশ রানার ওপর কলকাতার ফ্রাঞ্চাইজির অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে। অন্যদিকে পঞ্জাবের অধিনায়কত্ব করতে দেখা যাবে বর্ষিয়ান ক্রিকেটার শিখর ধাওয়ানকে। গত বছর নাইটদের পারফরমেন্স খুব একটা আশাপ্রদ ছিল না। বরং বলা ভালো, খারাপই ছিল। ফলে নতুন উদ্যোমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলকাতা শিবির। এদিকে জনি বেয়ারস্টোর চোট পেয়ে ছিটকে যাওয়া পঞ্জাব দলের কাছে দুঃসংবাদ। ধাওয়ানের সঙ্গে নাইটদের বিপক্ষে ওপেনিং করতে দেখা যাবে বিগ ব্যাশ লিগের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ম্যাথিউ শর্ট। এছাড়াও পঞ্জাব দল পাবে না দলের দুই তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন এবং পেসার কাজিসো রাবাদাকে। স্যাম কারেন এবং সিকান্দার রাজাকে দেখা যেতে পারে প্রথম একাদশে। ফলে বাড়তি দায়িত্ব বর্তাচ্ছে অর্শদীপ সিং, রিশি ধাওয়ান, রাহুল চাহারের ওপর। পঞ্জাবের বিপক্ষে কিছু অভিনবত্ব দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কত্বে। কারণ ফিল্ডে নীতিশ রানা অধিনায়কত্ব করলেও আদতে মাঠের বাইরে থেকে দলের সমস্ত সিদ্ধান্তই নিতে চলেছেন নাইট কোচ চন্দ্রকান্ত পন্ডিত। যিনি ঘরোয়া ক্রিকেটে যথেষ্টই সাফল্য পেয়েছে। শ্রেয়স আইয়ারের চোটের কারণে না থাকা সঙ্গে শাকি। আল হাসান এবং লিটন দাসকেও প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না। ফলে দলগঠনে চিন্তা থাকছে নাইট টিম ম্যানেজমেন্টের। প্রথম একাদশে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, ডেডিড উইসদের। বোলিংয়ে টিম সাউদিকে রাখতে পারে নাইটরা। সঙ্গী হবেন শর্দুল ঠাকুর এবং উমেশ যাদব। স্পিন বোলিং হিসেবে বরুণ চক্রবর্তীকে রাখা হতে পারে। শেষদিকে রিঙ্কু সিংয়ের ব্যাটিং কাজে লাগে। তবে রাসেলের আগে তিনি আসবেন না পড়ে, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন কোচ। এদিকে ওপেনিংয়েও সুনীল নারিনকে নামানো হবে কিনা সেই নিয়েও ম্যাচের গতিপ্রকৃতি বুঝে সিদ্ধান্ত নেবেন চন্দ্রকান্ত পন্ডিত। এখন দেখার প্রথম ম্যাচে জয় দিয়ে অভিজান শুরু করতে পারে কিনা বাদশাহ খানের ফ্র্যাঞ্চাইজি।