Date : 2024-04-26

দুর্নীতিগ্রস্থদের শুধু চিহ্নিতকরণ নয়, দোষীদের শাস্তি হোক।

শাহিনা ইয়াসমিন সাংবাদিক:-

মুজাফফর আহ্‌মদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার কলকাতা হাইকোর্ট ২০১৪’র টেটে নিযুক্ত প্রশিক্ষণহীন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করেছে। মুজাফফর আহ্‌মদ ভবনে সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, রাজ্য সরকার ভাবছে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষককে পার্শ্ব শিক্ষকের বেতন দিলেই চলবে। প্রশ্ন হচ্ছে, নিয়োগে এই দুর্নীতি করল কারা? আসলে এই দুর্নীতির রাজত্ব ভালো ভাবে চালানোর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল পরিচালন কমিটি হয়ে কলেজ পরিচালন কমিটি, সমস্ত জায়গায় গণতন্ত্র ধ্বংস করেছে তৃণমূল। তিনি বলেন, দুর্নীতি গ্রস্থদের শুধু চিহ্নিতকরন নয়, দোষীদের শাস্তি হোক। মানুষের টাকা মানুষ ফেরত পাক। কালীঘাট পর্যন্ত গিয়েছিল মানুষ টাকা ফেরতের জন্যে, টাকা পায়নি।যতদিন যাচ্ছে সত্য উদঘাটিত হচ্ছে। অপরাধীদের আড়াল করা হচ্ছে, যারা সেটা করছে, মানুষের কাছে জলের মত পরিষ্কার সেটা।
মোহাম্মদ সেলিম বলেন, চিট ফান্ড থেকে শুরু করে চাকরি, সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে। শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছেন না। গ্রামের মানুষের প্রধানমন্ত্রী আবাসের টাকা, একশো দিনের কাজের টাকা, বিধবা ভাতার টাকা চুরি হয়েছে। সেই সমস্ত টাকা ফেরানোর দাবিতে লড়াই চালাবেন বামপন্থীরা। তাই এক কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করবে বামেরা। বঞ্চিত হয়েছেন যারা তাদের জন্যে এই লড়াই।আগামী দিনে সেই লড়াইয়ের ঝাঁজ আরও বাড়বে।