Date : 2024-05-01

ওভালে ম্যাচ বাঁচাতে লড়াই লড়ছে ভারত

ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লড়ছে ভারত। যদিও যা পরিস্থিতি তাতে ভারতের পক্ষে ম্যাচ ড্র করাও কঠিন। প্রথম ইনিংসে 173 রানে লিড পায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন অজিঙ্কা রাহানের দিকেই তাকিয়েছিল ভারতীয় দল। শুক্রবার শুরুতেই আউট হন শ্রীকর ভারত। দিনের দ্বিতীয় বলেই বোল্ড হন তিনি। স্কট বোল্যান্ডের বলে 5 রানে আউট ভারতের উইকেটকিপার। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং শুভমন গিল কেউই ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। একই অবস্থা ছিল ভারতের। জাদেজা ছাড়া রাহানের সঙ্গে লড়ে গেলেন শর্দুল ঠাকুর। আজিঙ্কা রাহানের সঙ্গে 100 রানের বেশি জুটিতে তোলেন শর্দুল ঠাকুর। ব্যাট হাতে যখন রাহানে বাদে সকল ব্যাটারই ব্যর্থ, তখনই ভারতের সম্মানরক্ষা করলেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং শর্দুল ঠাকুল। 51 রানের ইনিংস খেলেন শর্দুল। রাহানে আউট হন 89 রানে। প্রথমে ফলো অন বাচাতে পারবে কিনা ভারত, এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। শেষমেষ শর্দুল, রাহানে জুটিতে ফলো বাচে। কিন্তু হার কি বাঁচবে, আদৌ কি সমভব ম্যাচ বাচানো। ড্র হলেও এযাত্রায় মানরক্ষা হবে। অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমেছে দ্বিতীয় ইনিংসে। তবে যা পরিস্থিতি তাতে প্রায় দুদিন ওভালে ব্যাট করতে হবে ভারতীয়ব্যাটারদের। তবেই সমভব এই ম্যাচ বাচানো। আইপিএলের তারকারা আইপিএলেই ভালো, বিদেশের মাটিতে ভারতের অবস্থা যে এখনও আগের মতোই করুণ তা বোঝাই গেল। এখন দেখার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মানরক্ষা করতে পারে কিনা রোহিত শর্মা, বিরাট কোহলির ভারতীয় ক্রিকেট দল। চেতেশ্বর পূজারার পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার 469 রানের জবাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের রান না পাওয়াই ভারতের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। শার্দূলদের দেখে বিরাটদের শেখা উচিত বলে মনে করেন রবি শাস্ত্রী। ভারতের প্রথম চার ব্যাটার শুভমন গিল 13, রোহিত শর্মা 15, চেতেশ্বর পুজারা 14 এবং বিরাট কোহলি 14 রান করেন। তাঁরা রান না পাওয়ায় ভারতের জন্য বিপদ হয়ে যায়। জাডেজা,শর্দূল ঠাকুর এবং অজিঙ্ক রাহানের লড়াই কাজে লাগত যদি শুরুর দিকের ব্যাটাররা রান করতে পারত। এ প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, “ভারতের উপরের দিকের ব্যাটারদের আয়নায় নিজেদের মুখ দেখা উচিত। লোয়ার অর্ডারে নামা ব্যাটাররা রান করে যাচ্ছে,টপ অর্ডার ব্যর্থ। এটা কিন্তু ঠিক না।”