Date : 2024-04-28

ত্রিধারায় বাজলো পুজোর ঘন্টা

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: বুধবার উল্টোরথ আর এই উল্টোরথের দিনেই ত্রিধারায় সম্পন্ন হল খুঁটিপূজো। কলকাতার বিখ্যাত দুর্গা পূজার মধ্যে একটি অন্যতম পুজো হল ত্রিধারা সম্মিলনী।

অন্যান্য বছরের মত এই বছরেও খুঁটি পুজোর দিন সকাল থেকেই ব্যস্ত থাকতে দেখা গেল মেয়র পারিষদ দেবাশীষ কুমারকে। এই পুজো যেন তার বাড়ির পুজো। ত্রিধারা সম্মীলনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দেবাশীষ কুমার আর সেই পূজার যখন খুঁটি পুজো তিনি যে ব্যস্ত থাকবেন তা বলাই বাহুল্য। নীল সিল্কের পাঞ্জাবিতে সকাল থেকেই দেবাশীষ কুমারকে দেখা গেল পুজোর সব কাজে হাত লাগাতে

এদিন পুজো মণ্ডপের ওপরে লেখা ছিল বাজলো পূজোর ঘন্টা অর্থাৎ এই দিনটা থেকেই পুজোর আমেজ শুরু। কি হচ্ছে এবারের থিম? না সে কথা যদিও জানাননি দেবাশীষ কুমার, তবে তিনি যেরকমটা জানালেন যে পুজোর থিম জানিয়ে দেওয়া হবে শীঘ্রই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মন্ডপ এবং প্রতিমা তৈরীর কাজ

এদিন দেখা গেল তার মেয়ে দেবলীনা কুমার কেও। দেবলীনা জানালেন এই পুজো আসলে ভীষণই আনন্দের। এদিন উপস্থিত থাকতে দেখা গেল মালা রায়কেও।