Date : 2024-05-05

গণনার দিন বিক্ষিপ্ত ভাবে অশান্তি রাজ্যজুড়ে

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:-

গণনা শুরু হয়ে গেছে। সকাল থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ভাবে অশান্তি দেখা দিয়েছে। বীরভূম, হুগলি , হাওড়া, মালদা দুই ২৪ পরগনায় একাধিক অশান্তির ছবি ধরা পড়লো।

হাওড়া :-
বিরোধী এজেন্ট ও প্রার্থীদের ঢুকতে দেওয়া হল না হাওড়ার বিভিন্ন গণনাকেন্দ্রে। এমনটাই অভিযোগ উঠে এলো। সিপিএমএর জেলা সম্পাদক দিলীপ ঘোষের অভিযোগ, শাসক দল ও পুলিশ প্রশাসন একজোট হয়ে বিরোধীদের আটকাতে চায়ছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।

মালদা:-
ইংরেজ বাজারে কাউন্টিং হলের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের ঢুকতে দেওয়ায় ঝামেলা।

বীরভূম:-
গণনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম।নানুরে সিপিআই(এম) কর্মীদের গণনাকেন্দ্র যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ দেখায় বামেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেন্ট্রাল ফোর্স।

দক্ষিণ ২৪ পরগনা:-
দক্ষিণ ২৪ পরগনায় আমডাঙায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে সিপিআইএম প্রার্থীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে আমডাঙায় দুই সিপিআই(এম) কর্মীকে অপহরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

মুর্শিদাবাদ :-
তবে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস আক্রান্ত। অভিযোগ সিপিএমএর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বামেরা। সামশেরগঞ্জে ব্যাপক বোমাবাজি হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।