Date : 2024-04-29

Science and Astronomy : নীল গ্রহের দোসর মিলল মহাকাশে

নাজিয়া রহমান, সাংবাদিক : নীল গ্রহের দোসর মিলল মহাকাশে। আমরা যে গ্রহে বাস করি তার রঙ নীল। নীল পৃথিবীর দোসর গ্রহের খোঁজ মিলল মহাকাশের সুদূর কোণে। নতুন এই গ্রহের রঙই শুধু নীল নয় রয়েছে মাধ্যাকর্ষণ বলও পৃথিবীরই সমান।
নাসার হাবল স্পেস টেলিস্কোপ খুঁজে পেয়েছে এমনই এক গ্রহ। যার নাম এলটিটি১৪৪৫এসি।

এখন প্রশ্ন, এই গ্রহের অবস্থান কোথায়? বিজ্ঞানীদের বক্তব্য, এই গ্রহ পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরে। পাথুরে চেহারার গ্রহটির পৃষ্ঠের মাধ্যাকর্ষণ পৃথিবীরই সমান। এখন মনে প্রশ্ন জাগতেই পারে। যে গ্রহের প্রায় পৃথিবীর মতো আকৃতি কিংবা মাধ্যাকর্ষণ যখন রয়েছে, সেখানে কি প্রাণের স্পন্দন থাকতে পারে? কিন্তু প্রাণের সম্ভাবনা একেবারেই দেখছেন না বিজ্ঞানীরা। কেননা ওই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ৫০০ ডিগ্রি ফারেনহাইট। যা প্রাণধারণের জন্য প্রয়োজনীয় তাপমাত্রার চেয়ে অনেক বেশি। তাই এতে পৃথিবীর মত প্রাণের স্পন্দন থাকবে না বলেই মত বিজ্ঞানীদের। ‘দ্য অ্যাস্ট্রনমিক্যাল জার্নালে’ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত এক গবেষণাপত্র। যেখানে বলা হয়েছে এই গ্রহে প্রাণের সম্ভাবনা না থাকলেও এই ধরনের গ্রহ পর্যবেক্ষণে রাখা অত্যন্ত জরুরি। কেননা লাগাতার নিরীক্ষণ থেকে মহাকাশের চরিত্রকে আরও ভালোভাবে বোঝা সম্ভব বলে মত বিজ্ঞানীদের।