Date : 2024-05-06

শাহ এবং নাড্ডা চলে যাওয়ার পরেই সুকান্তর টনিক দলে ল্যাং মারামারি বন্ধ করুন

সুচারু মিত্র, সাংবাদিক : অমিত শাহ এবং জেপি নাড্ডা বঙ্গ বিজেপির নেতৃত্বকে ভোকাল টনিক দিয়েই দিল্লি ফিরে যাওয়ার পরেই তড়িঘড়ি বিজেপির রাজ্য কমিটির বৈঠক।আর সেখানে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কী ভাবে এগিয়ে চলবে দল,কীভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, তা বলতে গিয়ে এবার সরাসরি দলের ভেতরকার সমস্যার কথা তুলে ধরলেন সুকান্ত মজুমদার। পরিষ্কার তিনি রাজ্য কমিটির বৈঠকে বললেন লোকসভা নির্বাচনে বাংলা থেকে সাফল্য পেতে হলে ল্যাং মারার কালচার বন্ধ করতে হবে দলের মধ্যে ।

সরাসরি জেলা সভাপতি রাজ্যের শীর্ষ নেতৃত্বদের সামনে এই বার্তা দিলেন সুকান্ত মজুমদার ।দলে ল্যাং মারার কালচার যে রয়েছে সেটা ভীষণভাবে উপলব্ধি করছেন সুকান্ত মজুমদার। আর সেটাই বৈঠকে রাখলেন তিনি।আর অন্য দিকে মঙ্গল পান্ডের বার্তা আগামী ১২০ দিন রাজ্য বিজেপির কোনো নেতার কোনো কর্মীর ছুটি নেই।১২০ দিন পরিশ্রম করলে তার সাফল্য আসবেই বলে মত মঙ্গল পান্ডের, ফলে টার্গেট ৩৫ আসন এখন বিজেপির কাছে আশু লক্ষ্য একথাই বলা যেতে পারে। অমিত শাহের দেওয়া টার্গেট পূরণে এখন ব্যস্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব।