Date : 2024-05-05

India Win; দঃ আফ্রিকায় ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল

দঃ আফ্রিকায় ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল। টানা হারের রেকর্ডের মাঝে শিবরাত্রীর সলতের মতোই এতদিন জ্বলছিল বিরাট কোহলির সিরিজ জয়ের রেকর্ড। এবার সেই রেকর্ডের সংখ্যা বাড়ালেন লোকেশ রাহুল। অধিনায়ক হিসেবে প্রোটিয়াদের ডেরায় একদিনের সিরিজে ভারতকে জেতালেন রাহুল। দঃ আফ্রিকাকে 78 রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ 2-1 ফলে জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। 2018 সালে নেলসন ম্যান্ডেলার দেশে সিরিজ জিতে দেশকে গৌরবান্বীত করেছিলেন বিরাট কোহলি। সেই সময় অবশ্য বিরাট ছাড়াও দলে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, মহঃ সামি, রোহিত শর্মার মতো তারকা। কিন্তু এবারের ভারতীয় দল ছিল তুলনায় অনেকটাই নবাগত। কিন্তু সাই সুদর্শন, রিঙ্কু সিং, আবেশ খান, অর্শদীপ সিংদের নিয়েই দলকে সিরিজ জেতালেন লোকেশ রাহুল। বিশ্বকাপের পর থেকেই ভারতীয় ক্রিকেট দলের অন্দরে অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েন চলছেই। কোনও ফরম্যাটে রোহিত শর্মাকে দেখা যাচ্ছে, আবার কোনও ফরম্যাটের অধিনায়ক হচ্ছেন সুর্যকুমার যাদব, লোকেশ রাহুলরা। অবশ্য প্রোটিয়া বধের পিছনে মুল অবদান রয়েছে সঞ্জু স্যামসনের। বহু বার সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আবার বহুক্ষেত্রেই তাকে দল থেকে বাদ রেখেছেন নির্বাচকরা। ফলে ভারতীয় ক্রিকেটের বহুচর্চিত নাম এই সঞ্জু স্যামসন। সেই সঞ্জুই প্রোটিয়াদের বিপক্ষে ভারতকে সিরিজ জয়ের দোরগোড়ায় এনে দিলেন 108 রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে। স্রেফ সঞ্জুই নয় অর্ধশতরান করেন তিলক বর্মা। সঙ্গে ছিল ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় রিঙ্কু সিংয়ের দুরন্ত এক ক্যামিও। 27 বলে 38 রানের ইনিংস খেলেন রিঙ্কু। তাতেই ভারতের রান গিয়ে পৌঁছায় 8 উইকেটে 296 রানে। জবাবে ব্যাট করতে নেমে এবারের সিরিজের ভারতের সফলতম বোলার অর্শদীপ সিংয়ের আগুনে বোলিংয়ের সামনে ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ। 9 ওভারে 30 রান দিয়ে তুলে নিলেন দুই ওপেনারের উইকেট। নিলেন কেশব মহারাজ এবং লিজাড উইলিয়ামসের উইকেটটিও। তিন ম্যাচেই ভালো পারফরমেন্সের সৌজন্যে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অর্শদীপ সিং। টি20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার বিপক্ষে সিমিত ওভারের সিরিজে ধারাবাহিকভাবে এই বাহাতি পেসারের দুরন্ত বোলিং স্বস্তি দিচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে। এদিকে 26 ডিসেম্বর থেকে শুরু টেস্ট সিরিজ। বহু কাঙ্খিত সেই সিরিজে ফেরার কথা ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা জুটির। কিন্তু পরিস্থিতি যা তাতে হয়ত বিরাটকে পাওয়া যাবে না তার পারিবারিক সমস্যার কারণে। ফলে লাল বলে বিরাট রোহিত জুটি হয়ত সেঞ্চুরিয়নে দেখা যাবে না তা বলাই যায়। উল্লখ্য এবারের দঃ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত দুই সিরিজেই অপরাজিত আখ্যা ধরে রাখল মেন ইন ব্লুজরা।