Date : 2024-05-05

ভিক্টোরিয়া হাউসের সামনেই ISF_র সভা। রাজ্যের আবেদন খারিজ।

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : শর্তসাপেক্ষে ভিক্টোরিয়া হাউজের সামনে আইএসএফ দল কে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউস এর সামনে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে সভা করার অনুমতি নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। সভা করার অনুমতি দিচ্ছে না কলকাতা পুলিশ, সভা করার অনুমতির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ্।পাশাপাশি ১০০০ জন দলের কর্মীদের নিয়ে সভা করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত।

সভা করতে হবে দুপুর ২-৩০ থেকে বিকেল ৪-৩০ মিনিট পর্যন্ত।ভিক্টোরিয়া হাউসের সামনে অস্থায়ী মঞ্চের মাপ কুড়ি ফুট বাই ২০ ফুটের বেশী যেন না হয়। ১৫ টির বেশি গাড়ি আনা যাবে না নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত।
সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে কোন অসুবিধা না হয় রাস্তায় সেই দিকে নজর রাখতে হবে।
কোনরকম উস্কাণিকূলক বা হিংসামূলক কথাবার্তা বলা যাবে না নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত।
শব্দ বিধি মেনে মাইকের ব্যবহার করতে হবে।

সভার উদ্যোক্তাদের এবং কলকাতা পুলিশকে গোটা সভাটা ভিডিওগ্রাফি করতে হবে।

পাশাপাশি সকলের নিরাপত্তা পুলিশকে নিশ্চিত করতে হবে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত।