সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক : – সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। গ্যাসের দাম বাড়ানো নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই। সেই আশঙ্কাই সত্যি হল ১লা মার্চ থেকে। বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ালো তেল সংস্থাগুলি। এই নিয়ে পর পর টানা ৩ মাস বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। ১৯ কেজির সিলিন্ডার পিছু গড়ে দাম বাড়ানো হয়েছে ২৫ টাকা ৫০ পয়সা। যদিও রাজ্যের ভিত্তিতে বর্ধিত মূল্য ভিন্ন। কলকাতায় সিলিন্ডার পিছু বাড়ল ২৪ টাকা।
চেন্নাইতে ২৩ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ২৫ টাকা ৫০ পয়সা। অন্যদিকে মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৭৪৯ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে রেস্তোরাঁর খাবারের দাম অনেকাংশে বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু এলপিজি সিলিন্ডার নয়, বিমানের জ্বালানির দামও বাড়ানো হয়েছে। এক হাজার লিটারে দাম বাড়ল ৬২৪ টাকা ৩৭ পয়সা। মার্চের শুরুতেই বর্ধিত দাম কার্যকর করা হল। এখন দেখার, এর ফলে বিমান সংস্থাগুলি ভাড়া বাড়ায় কিনা।