Date : 2024-05-16

দাড়িভিট কাণ্ডে অস্বস্থি বাড়লো রাজ্যের। সোমেই দিতে হবে হাজিরা রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিআইজি সিআইডি কর্তাকে।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : উত্তর দিনাজপুর ইসলামপুরের দাড়িভিট স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় আগামী সোমবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি কে সশরীরে হাজীরা নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থা।
১০ মাস কেটে গেলে এখনো পর্যন্ত পরিবারদের ক্ষতিপূরণ এবং এন আই এ কাছে রাজ্যের পক্ষে নথি দেওয়া হয়নি।গত ১০ই মে ২০২৩ সালে এন আই এ তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

গত মে মাসে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে ইতিমধ্যে আদালত অবমাননার রুল ইস্যু করেছিলেন বিচারপতির রাজা শেখর মান্থা।

রাজ্যের পক্ষে কোন হেলদোল নেই রাজ্যের সর্বাধিক পদে বসে থাকার পরও আদালতের নির্দেশ মানছেন না কেন এখনো পর্যন্ত হাইকোর্টের নির্দেশ পালন করেনি মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থা।

আগামী সোমবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি আদালতে সশরীরে হাজিরা না দেন তাহলে আদালত করা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থা।