Date : 2024-04-30

পাহাড়ের কোলে নিরিবিলি ছোট্ট একটি গ্রাম। সবুজ শান্তি যেখানে বিরাজমান।

নাজিয়া রহমান, সাংবাদিক : এই গরমে নাজেহাল। কোথাও ভালো লাগছে না। মন কোথাও ঘুরতে যেতে চাইছে, কিন্তু গরম বাদ সাজছে। তাহলে এখনই ব্যাগ গুছিয়ে নিন। সবুজে মোড়া পাহাড়ি এলাকা। পার্বত্যের কোলে নিরিবিলি ছোট্ট একটি গ্রাম। চলমান জীবনের গতি যেন অনেকটায় সেখানে স্থির। চাপমুক্ত জীবনের সঙ্গী পাবেন পাহাড়, প্রকৃতি, তিস্তা আর অনেকটা ভালো লাগাকে। সাসপেন্স কিছুটা ভেঙে যদি বলা হয় ঘুরতে যাওয়ার সেই শান্তিময় ছোট্ট গ্রামটি দার্জিলিং বা কালিম্পং শহরের খুব কাছে। চেনা জায়গায় থেকে অচেনা জায়গার মত বেড়ানোর আনন্দ এবারের গরমের ছুটিতে কিছুটা উপভোগ করতেই পারেন। ছোট্ট সবুজেমোড়া ছোট্ট সেই গ্রামটার নাম ফিক্কালে গাও। কালিম্পং শহর থেকে ফিক্কালে গাওয়ের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার।

আবার দার্জিলিং থেকে প্রায় একান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এই গ্রামটি ভারতের কালিম্পং-এর একটি ছোট গ্রাম। এটি সাড়ে চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এবং এই এলাকার সবচেয়ে মনোরম গ্রামগুলির মধ্যে একটি অন্যতম মনোরম গ্রাম। প্রকৃতি প্রেমীদের কাছে এই গ্রাম খুবই লোভনীয় এবং একটি দুর্দান্ত জায়গা, এর সবুজায়ন, রঙিন বন্যফুল এবং শ্বাসরুদ্ধকর পর্বত দৃশ্য রয়েছে এখানে। শহর কলকাতায় বসে পাখি দেখার হাপিত্যেশ এই ছোট্ট গ্রামটি পুষিয়ে দেবে। আর যদি কপাল যদি ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার দারুণ দর্শনও পাবেন। না হলে ডেলো পাহাড় তো রয়েইছে। তার সৌন্দর্যও অসাধারণ । পাশাপাশি পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া আঁকাবাঁকা পথ। আবার নিচে তাকালে তিস্তার দারুণ রূপ আপনাকে সত্যিই মুগ্ধ করে দেবে। শান্ত পরিবেশ যাঁদের পছন্দ, তাঁরা একবার হলেও এই ফিক্কালে গাও ঘুরে আসুন। বৈশাখী দহন থেকে কিছুটা হলেও রেহাই দেবে পাহাড়ে ঘেরা এই গ্রাম।