সায়ান্তিকা ব্যানার্জী, রিপোর্টার : অবসান হল একটা যুগের। আপামর বাঙালির ছোটবেলার নস্টালজিয়া আজ চিরঘুমে। শহরের এক বেসরকারি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। তার প্রয়াণের সঙ্গে সমাপ্ত হল বাংলা সাহিত্যের এক অধ্যায়ের। গত ২৪ ডিসেম্বর থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। মূলত ভুগছিলেন বার্ধক্য জনিত অসুস্থতায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই পদ্মশ্রী সম্মান […]
Narayan Debnath Passes Away: চিরঘুমে নারায়ণ দেবনাথ – মনখারাপ হাঁদাভোঁদার, শোকে মুহ্যমান বাঙালি
