কলকাতা:- দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত কামালগাজী থেকে বারুইপুর পর্যন্ত ই এম বাইপাসে রাস্তার শোচনীয় অবস্থা নজরে আসে সাংসদ মিমি চক্রবর্তীর। রাস্তার হাল ফেরাতে তৎপর হয়ে মিমি চক্রবর্তী চিঠি দেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। তার জেরেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। যাদবপুরের সাংসদের চিঠি মোটেও ভালো ভাবে নেননি মেয়র। সাংসদ মিমি চক্রবর্তীর চিঠির পাল্টা […]
রাস্তা সারাই নিয়ে সাংসদ মিমি চক্রবর্তীর চিঠিতে অসন্তোষ ফিরহাদের….
