Date : 2024-04-29

সত্যিই নাকি তুষাররাজ্য দাপিয়ে বেড়াচ্ছে ইয়েতি, প্রমান দিল সেনা

ওয়েব ডেস্ক: গল্পের বই বা কল্প কথায় নয় এবার নাকি সত্যি সত্যি ইয়েতির হদিশ পেল ভারতীয় সেনা। কখনও ইয়েতি, কখনও বা তুষারমানব, কখনও মেহ-তেহ, কখনো আবার মিগো, রহস্যময় এই দ্বিপদ প্রাণীটির অস্তিত্ব নিয়ে নানা মুনির নানা মত।

তবে এর সঠিক রূপ নিয়ে কারোর কাছেই কোনও তথ্য নেই। তবে গল্পের বই বা সিনেমায় নয়, সম্প্রতি বেস ক্যাম্পে তার পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে বলেই দাবি করেছে ভারতীয় সেনা। নিজেদের দাবি সপক্ষে বিশালাকার পায়ের ছাপের সেই ছবিও পোস্ট করেছে ভারতীয় সেনার জনসংযোগ বিভাগ৷

সুবিশাল সেই পায়ের ছাপের আয়তন ৩২x১৫ ইঞ্চি৷ সেনাদের কথায়, নেপালে মাকালু বেস ক্যাম্পের কাছে দেখা গিয়েছে ইয়েতির সেই পায়ের ছাপ৷

টুইটারে হ্যাশট্যাগ ইন্ডিয়ান আর্মি দিয়ে তাঁরা লিখছেন “৯ এপ্রিল মাকালু বেস ক্যাম্পের কাছাকাছি ইয়েতির ৩২x১৫ ইঞ্চি পায়ের ছাপ প্রত্যক্ষ করেছে ভারতীয় সেনা। যা এই প্রথম। শোনা যায় এই মাকালু-বারুন ন্যাশনাল পার্কেই একমাত্র ইয়েতির অস্তিত্ব টের পাওয়া গিয়েছে আগেও।” সবমিলিয়ে ইতিমধ্যেই ভারতীয় সেনার প্রকাশ করা এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।