ওয়েব ডেস্ক: আগেও নিজের অন্য মানসিকতার পরিচয় দিয়েছেন এই সাংসদ। এনআরএসের ঘটনার জেরও তাঁর মানুষের প্রতি ভালোবাসার রূপ বদলাল না। না, কোনো তথাকথিত নেতার কথা বলা হচ্ছে না।
বলা হচ্ছে অভিনেতা দেবের কথা। সরকারি হাসপাতালের এমন সাংঘাতিক অবস্থা, যেখানে ৮০জন ডাক্তার ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন।
এই ধর্ণার কারণে ও চিকিৎসা ব্যবস্থায় অচলাবস্থার কারণে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন মুমুর্ষরা। সেখানে দেব তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে দাঁড়িয়েছেন দুপক্ষের পাশেই।
বলেছেন, “যারা আমাদের প্রাণ বাঁচান তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়।সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই”। পাশে দাঁড়ালেন অসহায় মানুষ ও ডাক্তার সবার পাশেই।