Date : 2024-04-26

আগামী বছরের মার্চেই বন্ধ হতে চলেছে এয়ারটেলের থ্রি জি পরিষেবা

ওয়েব ডেস্ক : আগামী বছরের মার্চ মাসের মধ্যেই বন্ধ করে দেওযা হবে সমস্ত থ্রি জি নেটওয়ার্ক। এমনটাই জানিয়েছে এয়ারটেল। সংস্থার তরফ থেকে সিইও, এমডি গোপাল ভিট্টাল এক বিবৃতিতে জানিয়েছেন, এবছরের সেপ্টেমবর মাসে ৬ থেকে ৭ টি জোনে থ্রি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া আগামী বছরের মার্চের মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে থ্রি জি পরিষেবা।এবং সমস্ত থ্রি জি গ্রাহকদের ফোর জি নেটওর্য়াকে স্থানান্তরিত করা হবে।থ্রিজির যে স্পেকট্রাম থাকবে তা ব্যবহার করা হবে ফোর জি-র নেটওর্য়াক বৃদ্ধিতে।

আরও পড়ুন : এই বছরই হোয়াটসঅ্যাপ আনতে চলেছে নতুন অনেক ফিচার, জেনে নিন সেইগুলি কি

তবে থ্রিজি পরিষেবা বন্ধ হয়ে গেলেও বন্ধ হচ্ছেনা টু-জি পরিষেবা।এয়ারটেল ব্যবহারকারী প্রায় ৭০ শতাংশ গ্রাহক টু জি ব্যবহারকারী। যেখানে বাকি অংশ থ্রি জি ও ফোর জি পরিষেবা ব্যবহার করেন।সারা দেশে প্রায় ৯৪৬.৭ মেগাহার্যের স্পেকট্রাম হাতে রয়েছে এয়ারটেলের।যার মধ্যে রয়েছে ৯০০, ১৮০০, ২১০০ এবং ২৩০০ মেগাহার্যের স্পেকট্রাম।

২০১১ তে চালু হয়েছিল থ্রি জি পরিষেবা। যা পরবর্তীকালে খুব দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। কিন্তু রিলায়েন্সের জিও বাজারে আসার সঙ্গে সঙ্গে ফোর-জি পরিষেবা ভারতে থাবা বসায় দ্রুত গতিতে।