Date : 2024-02-29

এনএসজির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন আইপিএস অনুপ কুমার সিং

ওয়েব ডেস্ক : ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন আইপিএস অফিসার অনুপ কুমার সিং।১৯৮৫ ব্যাচের আইপিএস অনুপ কুমার আগামী ২০২০ সালে ৩০ শে সেপ্টেমবর পর্যন্ত এই পদে থাকবেন তিনি।এর আগে এই পদে ছিলেন সুদীপ লাখটাকিয়া।তাঁর অবসরের পর প্রায় ২ মাস ধরে শূন্য ছিল এই পদটি।সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিরোধে ১৯৮৪ সালে তৈরি করা হয়েছিল এই এনএসজি।

আরও পড়ুন : ৭৩ কোটি টাকার ভূ-গর্ভস্থ জল চুরি, ৬ জনের বিরুদ্ধে এফআইআর

দেশের পাঁচটি ঘাঁটি জুড়ে ছড়িয়ে রয়েছে এই সংস্থার কার্যাবলী।সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিরোধের পাশাপাশি দেশের ভিভিআইপি নেতা মন্ত্রীদের সুরক্ষার দায় দায়িত্বও থাকে এই কম্যান্ডোর ওপর।