ওয়েব ডেস্ক:- ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে এখনও। যথেষ্ট পরিমানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুরে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে সকাল থেকেই। করিমপুর বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলা অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই ৯ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
জয়প্রকাশ মজুমদারের হেনস্থার ঘটনায় এবার মুখ খুললেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এদিন নিজের কেন্দ্র খড়গপুরে বসেই নির্বাচন পরিচালনা করছিলেন দিলীপ ঘোষ। তিনি জানান, “খড়গপুরেও বেশ কিছু কেন্দ্রে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে তৃণমূল।
এটা তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই। করিমপুরে তৃণমূল কংগ্রেস হারছে তাই জয়প্রকাশ মজুমদারের উপর হামলা চালিয়েছে তারা।” বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে হেনস্থার ঘটনায় মুখ খুলেছেন বিজেপি নেতা মুকুল রায়।
করিমপুরের ঘটনায় তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন,“বাংলার শাসকদল জনমতকে ভয় পাচ্ছে বলেই বিজেপি প্রার্থীর উপর হামলা করছে। সারা দেশে ভোটের দিন এমন ঘটনা কোথাও হয় না।” বলে মন্তব্য করেন মুকুল রায়। লোকসভা ভোটের নিরিখে করিমপুরে তৃণমূল কংগ্রেস ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে থাকলেও সেই পরিসংখ্যানের নিরিখে পর্যটকদের মতামত দিতে পারছেন না, কারণ ওই কেন্দ্রে ত্রিমুখী লড়াইতে বাম-কংগ্রেস জোট প্রার্থী বেশ কিছুটা চিন্তার কারণ হয়েছে দাঁড়িয়েছে শাসকদলের। এই বাম-কংগ্রেস জোট প্রার্থী যদি তৃণমূলের সংখ্যালঘু ভোট বাক্সে থাবা বসায় তাহলে শেষ পর্যন্ত লাভ হবে বিজেপিরই। তবে সকাল থেকে ভোটে করিমপুরে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে তাতে বাংলার ভোট গ্রহণে অশান্তির ছবিটাকি আদৌ বদলাবে?