Date : 2024-04-28

প্রত্যেক পুজো কমিটিকে ৫০ হাজার টাকা, নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউ নর্মালে কেমন হবে দুর্গাপুজো। সামাজিক দূরত্ব বিধি কতটা মানা হবে। সে সব নিয়ে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল ফোরাম ফর দুর্গোৎসব। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এরই দিশা দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, পুজো মণ্ডপে সুরক্ষার জন্য আরও বেশি সংখ্যক স্বেচ্ছাসেবক রাখতে হবে পুজো কমিটিগুলিকে। ব্যবস্থা রাখতে হবে মাস্ক ও স্যানিটাইজারের। পুজো কমিটিগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রত্যেক কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। পুজোর জন্য পুরসভা, পঞ্চায়েত ও দমকল কোনও চার্জ নেবে না। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেবে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদ। গোটা রাজ্যে এবার মোট বারোয়ারি পুজোর সংখ্যা প্রায় ৩৭ হাজার। এর মধ্যে রাজ্য পুলিশ এলাকায় মোট পুজোর সংখ্যা ৩৪ হাজার ৪৩৭। কলকাতা পুলিশ এলাকায় পুজোর সংখ্যা ২৫০৯টি। এছাড়াও রয়েছে মহিলা পরিচালিত আরও কয়েকটি পুজো।

করোনা সঙ্কট সমস্যায় ফেলেছে সমাজের সর্বস্তরের মানুষকে। প্রভাব পড়েছে জীবিকায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, অক্টোবর থেকে আশা কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা মাসে ১০০০ টাকা করে অতিরিক্ত পাবেন। লকডাউন পর্বে দুরবস্থার শিকার হকারদের জন্যও এককালীন মাথাপিছু ২ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই সুবিধা পাবেন রাজ্যের প্রায় ৮১ হাজার হকার।