Date : 2024-04-26

মুকুলের পদ্মলাভের দিনেই পদচ্যুত রাহুল সিনহা, বঙ্গ বিজেপিতে নয়া মোড়

কথায় আছে কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে সেই ছবিই ধরা পড়ল। বিজেপিতে যোগদানের তিন বছরের মাথায় দলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব পেলেন মুকুল রায়। যা তৃণমূল ছেড়ে বিজেপিতে তাঁর নতুন ইনিংসে নিঃসন্দেহে মুকুলের জন্য বড় প্রাপ্তি। অন্যদিকে কেন্দ্রীয় সম্পাদকের পদ খোয়ালেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। পদ প্রাপ্তি ঘটেছে অনুপম হাজরা, অর্জুন সিং, রাজু বিস্তাদেরও।দলের সাংগঠনিক এই রদবদল বঙ্গ বিজেপিতে ঢেউ তুলে দিয়েছে। বিশেষ করে পদ হারানোর পরে রাহুল সিনহা যে ভাবে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন তাতে অস্বস্তি বেড়েছে বিজেপি নেতৃত্বেরই। সহ-সভাপতির পদ পাওয়ার পরেই দলীয় নেতৃত্বকে তাঁর ধন্যবাদ জানিয়েছেন মুকুল। এই গুরুদায়িত্বকে তিনি মাথা পেতে গ্রহণ করছেন বলেও জানিয়েছেন মুকুলবাবু। অন্যদিকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাহুল সিনহা বলেছেন, তৃণমূল থেকে নেতা আসছে তাই তাঁকে সরতে হল। ৪০ বছর বিজেপির সেবা করার প্রতিদান হিসাবে এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন রাহুলবাবু। একইসঙ্গে তাঁর সংযোজন, দিন ১০-১২-এর মধ্যেই ভবিষ্যৎ কর্মপন্থার কথা জানাবেন তিনি।