Date : 2024-04-29

শুভেন্দু পর্বের মধ্যেই বেসুরো জিতেন্দ্র তিওয়ারি, ফিরহাদকে লেখা গোপন চিঠি ফাঁস

এ যেন বিনা মেঘে বজ্রপাত। শুভেন্দু-মিহির-রাজীবের পরে এবার তৃণমূলের অন্দরে অসন্তোষের শক্তিশালী উদগার আসানসোলের পুরপ্রশাসক তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির। সম্পূর্ণ রাজনৈতিক কারণে রাজ্য সরকার প্রায় ৩৫০০ কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প থেকে আসানসোলবাসীকে বঞ্চিত করেছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন এই নেতা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে কনফিডেন্সিয়াল একটি চিঠি লেখেন জিতেন্দ্র। সেই চিঠিই সোমবার ফাঁস হয়ে যায়। কীভাবে ফাঁস হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন জিতেন্দ্র। তবে তাঁর আক্রমণের অভিমুখ মূলত রাজ্যের পুর তথা নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে তিনি লিখেছেন, আমাদের শহর আসানসোলকে কেন্দ্রের স্মার্ট সিটি মিশন প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছিল। যদি আপনি বা আপনার দফতর অনুমতি দিতেন, তাহলে আসানসোল পুরসভা কেন্দ্রীয় প্রকল্পের ২০০০ কোটি টাকা পেতে পারত। তাতে উন্নয়নের অনেক কাজ করা যেত। কিন্তু রাজনৈতিক কারণে রাজ্য সরকার আমাদের ওই প্রকল্পের সুবিধা নিতে দেয়নি। রাজ্য সরকার আসানসোলের উন্নয়নে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি। কেন্দ্রের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাবদ ১৫০০ কোটি টাকাও আসানসোল পুরসভাকে নিতে দেওয়া হয়নি। ভোটের মুখে জিতেন্দ্রর এই পত্রবোমা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথম ও প্রধান প্রশ্ন, তিনিও কি তবে বিজেপির পথে। শুধু সময় ও সুযোগের জন্য অপেক্ষা করছিলেন ? জট কাটাতে মঙ্গলবারই কলকাতায় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে জিতেন্দ্রকে। সেই বৈঠকে পুরমন্ত্রী থাকবেন বলে সূত্রের খবর। থাকতে পারেন ভোট কুশলী পিকেও।