Date : 2024-04-29

দুয়ারে করোনা ভ্যাকসিন, সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নোভেল করোনা ভাইরাসের বিশল্যকরণী প্রায় প্রস্তুত। মারণ রোগকে জব্দ করতে ভারতে শুরু হয়ে গিয়েছে টিকার মহড়া। আপাতত দুটি টিকাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। একটি অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড। অন্যটি ভারতে তৈরি কোভ্যাকসিন। ডিসিজিআই ছাড়পত্র দিলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কেউ কেউ অবশ্য প্রশ্ন তুলতে ছাড়ছেন না। বিশেষ করে কোভ্যাকসিন নিয়ে তাঁদের বেশকিছু প্রশ্ন রয়েছে। এরই মধ্যে দেশজুড়ে সব জেলায় শুক্রবার হয়েছে টিকার মহড়া। মহড়া হয়েছে পশ্চিমবঙ্গেও। এই পরিপ্রেক্ষিতেই আগামী সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র ও রাজ্য সমন্বয়ে কীভাবে টিকা প্রদান কর্মসূচি সম্পন্ন হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত এই বৈঠকেই হতে পারে বলে মনে করা হচ্ছে।