Date : 2024-04-26

রাস মেলায় রাশ হাইকোর্টের

রিমিতা রায়, নিউজ ডেস্ক : করোনা আবহে রাস মেলায় রাশ টানলো হাইকোর্ট। রাসের মেলায় করোনা-বিধি মানা হচ্ছে কিনা আদালতে হাজিরা দিয়ে মেলা কমিটিকে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ, মেলায় কোনও ভাবেই অতিরিক্ত ভিড় করা যাবে না। মেলায় আগত সকলকেই মাস্ক এবং দূরত্ব-বিধি বজায় রাখতে হবে। মেলায় ঢোকা এবং বেরোনোর গেটে স্যানিটাইজার টানেল ব্যাবহার করতে হবে।দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির জীবন তলা, সোনারপুর, বাড়ুইপুর থানার এলাকায় ইতিমধ্যেই রাস মেলার আয়োজন করা হয়েছে। টানা ১৬ দিন ধরে মেলা চলে। মেলায় করোনা-বিধির কড়াকড়়ি করতে হবে। প্রয়োজনে ব্যাবস্থা নিতে হবে রাজ্যকে। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানী।

করোনা পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা র পিয়ালিতে রাস মেলার অনুমোদন দিচ্ছে প্রশাসন।। ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা । এই মেলায় প্রায় ২৫ হাজার মানুষ প্রতিদিন আসে। এতেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বলেন, এই মেলা নতুন নয়, অনেক পুরনো ।এই মেলার জন্য বিদ্যুৎ বিভাগ ,দমকলের অনুমোদন মিলেছে। মেলায় ঢোকা ও বেরোনোর গেটে থাকবে স্যানিটাইজার টানেল। সব করোনা-বিধি মেনে এই মেলা হবে। এবিষয়ে নজর রাখবে প্রশাসন। এখানে মানুষের আবেগ জড়িয়ে আছে। সব দিক খতিয়ে দেখেই প্রশাসন অনুমোদন দিয়েছে।