Date : 2024-04-28

স্কুলের শৌচাগার সাফ করলেন মন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মন্ত্রীর ছবি

মাম্পি রায়, নিউজ ডেস্ক : একটি সরকারি স্কুলের শৌচাগার সাফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মধ্যপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর । মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। মন্ত্রী জানিয়েছেন স্কুলের এক ছাত্রী তাঁকে খবর দেন। তারপরই তিনি নিজেই শৌচাগার সাফ করার সিদ্ধান্ত নেন তিনি। ছাত্রী অভিযোগ করে, স্কুলের শৌচাগার বড্ড নোংরা। শৌচাগারগুলি পরিস্কার করা হয় না। সেজন্য যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। খবর পেয়ে শনিবার সাতসকালে সরকারি আধিকারিকদের নিয়ে স্কুল পরিদর্শনে যান মন্ত্রী।  স্কুলের শৌচাগারের পরিস্থিতি খতিয়ে দেখার পর, নিজেই সাফাইয়ের কাজ শুরু করে দেন।  হাতে দস্তানা পরে নিজেই সেখানকার শৌচাগার সাফ করতে শুরু করে দেন। মন্ত্রীকে শৌচাগার পরিষ্কার করতে দেখে ছুটে আসেন অনেকেই। কেন তিনি আচমকা স্কুলের শৌচাগার পরিষ্কার করছেন? সেই প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে প্রদ্যুম্ন সিং তোমর জানান, এক স্কুলছাত্রী তাঁকে সরকারি স্কুলের শৌচাগারগুলির পরিস্থিতির কথা জানায়। তাই নিজেই সাফাই অভিযানে নেমে পড়ার সিদ্ধান্ত নেন তিনি। 

তবে এই প্রথম নয়, এর আগেও এমন কাজ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভার এই সদস্য। কোনও কাজে মধ্যপ্রদেশের এক সরকারি অফিস পরিদর্শনে গিয়েছিলেন তিনি। কিছু বিষয়ে ডিভিশনাল কমিশনারের সঙ্গে আলোচনার জন্য মতি মহলে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে আবর্জনার স্তূপ দেখে বিরক্ত হন তিনি। পরে এক মহিলা কর্মী তাঁকে অপরিষ্কার শৌচাগারের কথা জানান। কাউকে কিছু না জানিয়ে ঝাঁটা নিয়ে সাফাই অভিযানে নেমে পড়েন  প্রদ্যুম্ন সিং তোমর। মন্ত্রীর নিজে সাফাই করতে দেখে বিব্রত হন সরকারি অফিসের আধিকারিকরা। নিজে হাতে সাফাই অভিযানের পর কর্মীদের অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শও দেন মন্ত্রী। এছাড়া যারা জায়গা নোংরা করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। এখানেই শেষ নয়, একটি পাবলিক পার্কও পরিষ্কার করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর।