Date : 2024-05-08

টুইটার কিনলেন এলন মাস্ক

রিমিতা রায়, নিউজ ডেস্ক এলন মাস্ক। পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি নামেই পরিচিত তিনি। বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা টেসলার ও স্পেস এক্সের কর্ণধার হলেন এলন। এবার তিনি টুইটারেরও মালিক। এনিয়ে বহু জল্পনা চলে। অবশেষে সেই জল্পনার অবসান করলেন এলন নিজেই। এলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪.২ ডলার করে দাম দেবেন তিনি। আর এই টাকা দেবেন নগদে। টুইটার কেনার জন্য এটাই তাঁর শেষ অফার। ২০১৭ সালের ২১ ডিসেম্বর একটা টুইট করেছিলেন এলন মাস্ক। কোনও কিছু না ভেবেই সেই টুইটটা করেছিলেন তিনি। টুইটে এলন মাস্ক লিখেছিলেন, আই লাভ টুইটার।

এক কোটি ৭৪ লক্ষ গ্রাহক সেই টুইটটি লাইক করেছিলেন। এরপর থেমে থাকেননি এলন। গত ১৪ এপ্রিল এলন মাস্ক টুইটার কেনার জন্য প্রকাশ্যে দর হাঁকেন। তিনি বলেছেন, এটাই তাঁর সেরা এবং চূড়ান্ত প্রস্তাব। টুইটার বোর্ডের তরফে ব্রেট টেলর জানান, দীর্ঘ বৈঠকের মধ্যে দিয়ে মাস্কের প্রস্তাব ভাবনাচিন্তা করা হয়েছে। শেষ পর্যন্ত মাস্কের প্রস্তাব গৃহীত হয়। টুইটারের সিইও পরাগ আগরওয়াল বলেছেন, টুইটারের গোটা টিমের জন্য ভীষণ গর্ব হচ্ছে। কিছুদিন আগেই মাস্ক তার অনুগামীদের জিজ্ঞাসা করেছিলেন নতুন কোনও সংস্থা নেটমাধ্যমে চালু করা উচিত? তাঁর অনুগামীরা প্রশ্নের উত্তরে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তারপরেই টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নেন তিনি। ভারতীয় মুদ্রায় এলন টুইটারের শেয়ার কিনেছেন ৩ লক্ষ ৩৬ হাজার ৯৪১ কোটি টাকা দিয়ে। বলাই যায়, টুইটার কেনার পথে সেদিনই একধাপ এগিয়ে গিয়েছিলেন এলন।এরপরেই ৪ হাজার ৪৪০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নিলেন তিনি।