Date : 2024-04-26

খারকভের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত জেলেনস্কির

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক ঃ খারকভের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ হিসাবে শহরের সুরক্ষায় গাফিলতির অভিযোগ।যুদ্ধবিধস্ত পূর্ব ইউক্রেন পরিদর্শনে গিয়েছেন জেলেনস্কি। খারকভের নিরাপত্তা আধিকারিকের কাজে অত্যন্ত অসন্তুষ্ট জেলেনস্কি। তবে ওই আধিকারিকের নাম প্রকাশ করা হয়নি।পরিদর্শনের পরেই জেলেনস্কি ঘোষণা করেন, খারকভের সিকিউরিটি চিফকে বরখাস্ত করা হল। যুদ্ধের সময়ে শহরকে রক্ষা করার কোনও চেষ্টা করেননি ওই আধিকারিক। উল্টে নিজের স্বার্থের কথা ভেবেছেন তিনি।সম্প্রতি পরিদর্শনের একটি ভিডিও প্রকাশ করেন জেলেনস্কি।সেখানে দেখা যায়, বুলেট প্রুফ জ্যাকেট পরে খারকভের ভেঙে যাওয়া বাড়িগুলি ঘুরে দেখছেন তিনি।

রাজধানী কিভ দখল করতে না পেরে অন্য পন্থা নিয়েছে রাশিয়া।ইউক্রেনের পূর্বদিকে হামলা চালিয়ে ইতিমধ্যে মারিওপোল দখল করেছে রাশিয়া। খারকভকে নিশানা করেই এগোচ্ছে রুশ বাহিনী।রাশিয়ার আক্রমণে কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেনীয় বাহিনী।ডনবাস অঞ্চল ঘিরে ফেলার জন্য প্রবল বোমাবর্ষণ করেছে পুতিন বাহিনী। সেই হামলায় প্রায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়এছে বলে জানা গিয়েছে। বোমা বর্ষণে ডনবাস অঞ্চলের প্রায় ৬০ শতাংশই ধরস্ব হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রধান জেলেনস্কি। রাশিয়ার তরফে জানানো হয় যে ‘বিশেষ সামরিক অভিযানে’র দ্বিতীয় পর্বে দোনবাস অঞ্চল মুক্ত করাই রুশ বাহিনীর লক্ষ্য। রাশিয়ার ধারণায় ছিল এই আক্রমনেই হয়তো খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবেন জেলেনস্কি। কিন্তু প্রতি মূহুর্তে তিনি রাশিয়া প্রধানকে ভুল প্রমাণ করেছেন। নিজে সমস্ত এলাকা পরিদর্শন করেছেন শুধু নয় সেখানকার মানুষের মনোবল জুগিয়েছেন। বাসিন্দাদের নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তাঁর প্রশাসন। এবার সুরক্ষায় গাফিলতির অভিযোগে খারকভের নিরাপত্তা আধিকারিককেই বরখাস্ত করেছেন তিনি।