Date : 2024-04-26

সাংসদ অভিষেকের বিরুদ্ধে করা জোড়া মামলায় মামলা খারিজ করে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক :

শনিবার হলদিয়া শ্রমিক সভায় যে মন্তব্য করেছিলেন সংসদ অভিষেক বন্দোপাধ্যায় সেই মন্তব্যের বিরুদ্ধে আনা স্বতঃপ্রণোদিত মামলার আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ। বিচারপতি রা জানান এই মুহূর্তে এই মামলা জরুরী বলে মনে করছে না হাইকোর্ট।
সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলাকারি র উদ্দেশ্য বলেন বক্তৃতা কি ইংলিশে ট্রান্সলেট করা আছে হলফনামায়।

বিজেপির আইনজীবী সুস্মিতা সাহা দত্ত জানান আইনজীবী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা পেন ড্রাইভ এ জমা দেন।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলাকারীদের উদ্দেশ্যে বলেন উনিত একজনের কথা বলেছেন?অনেক বিচারপতি আছেন? পাশাপাশি বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় বলেন অনেকেই অনেক মন্তব্য করেন। যিনি মন্তব্য করছেন সম্পূর্ণ দায়িত্ব তার।
আদালতের হস্তক্ষেপের মতো বিষয় এটি? মামলাকারীদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের।
একাংশ বিচারব্যবস্থার তল্পিবাহক হিসেবে কাজ করছেন, এতে সম্পূর্ণ বিচারব্যবস্থা ভেঙে পড়ার মতন কি আছে! আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতে দৃষ্টি আকর্ষনে জানান উনি একজন জনপ্রতিনিধি এবং সংসদ। তার মুখ দিয়ে এই ধরনের মন্তব্য গ্রহণ যোগ্য নয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সংসদ, তৃণমূলের উচ্চ নেতা ও মুখ্যমন্ত্রী ভাইপো। তার মুখ দিয়ে বলা মানুষের মধ্যে প্রভাব ফেলে।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আইনজীবিদের উদ্দেশ্যে ফের বলেন বিচার ব্যবস্থা নিয়ে রোজই কেউ না কেউ মন্তব্য করেন। ইগনোর করুন। বিজেপির সেলের পক্ষের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বিচারপতির প্রশ্ন উত্তরে কফি টেবিলে বলা এক জিনিষ ,আর জনসভায় বলা এক জিনিষ। বিশেষ করে ইনি একজন জনপ্রতিনিধি।
আবেদনকারী প্রীতি করের পক্ষের কংগ্রেস আইনজীবী কৌস্তব বাগচী এদিন আদালতে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও নিতে পারে। ওনার বক্তব্য সংবিধান কে লঙ্ঘিত করেছে।
বিচারপতির সব্যসাচী ভট্টাচার্য আইনজীবীর উদ্দেশ্যে রসিকতা ভাবে বলেন আপনি কি প্রচারের জন্য করছেন?

অভিষেকের বিরুদ্ধে বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য আদালত অবমাননা সংক্রান্ত বিজেপির মামলার আবেদন প্রত্যাখ্যান বা খারিজ। মামলা এটা কখনোই হতে পারেনা।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিজেপি মহিলা সেলের পক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বলেন আপনিও অনেক পাবলিসিটি পেয়েছেন।
আদালত মনে করছে জনপ্রতিনিধিরা পরবর্তীকালে বিচার ব্যবস্থা নিয়ে তাদের বক্তব্য নিয়ে সচেতন থাকবেন।