Date : 2024-04-26

দেশে বেড়েই চলেছে করোনার দৈনিক সংক্রমণ

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক:-ফের বাড়ছে সংক্রমণের হার। ১৩ হাজার ছাড়ালো দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ। গত মাসে ৫ হাজারের মধ্যে ছিল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এক লাফে ১৩ হাজার ছাড়ালো দৈনিক সংক্রমণের হার। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,২১৬ জন। গতকাল সংক্রমণের সংখ্যা ছিল ১৩ হাজারের নিচে। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে ৪ হাজারের ও বেশি। মুম্বইয়ে সংক্রমিত ২২২৫ জন। রাজধানী দিল্লিতেও করোনা গ্রাফ অনেকটাই উদ্বেগ জনক। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১৭৯৮ জন।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, আমাদের দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। দেশে এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০ জন। বর্তমানে দেশে একটি অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েছে ৬৮ হাজার ১০৮ টি। দেশে অ্যাক্টিভ কেসের হার ০.১৬ শতাংশ। তবে সব কিছুর মাঝেও স্বস্তি মিলছে সুস্থতার হারে। ৪কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন মানুষ করোনা থেকে সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮,১৪৮ জন। দেশে সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ। করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। শুক্রবার দেশে ৪ লক্ষ ৮৪ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।