Date : 2024-04-26

রবিবার সিরিজের নির্ণায়ক ম্যাচ, জয়ের লক্ষ্য পন্থরা

মৈনাক মিত্র, সাংবাদিক : রবিবার ভারত-দঃ আফ্রিকা টি20 সিরিজের শেষ ম্যাচ। সিরিজ এখন 2-2। রবিবার ম্যাচ জিতবে যেই দল, সিরিজ তার। প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে প়ড়েছিল পন্থ, হার্দিকরা। কিন্তু সেখান থেকে পটপরিবর্তন করে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। কখনও ইশান কিষাণ, আবার কখনও পন্থ, কার্তিক বা হার্দিক, সকলেই নিজেদের সেরাটা দিয়ে দলগত সংহতী বজায় রেখেছেন। ফলস্বরূপ পারফরমেন্সেও উন্নতি হয়েছে ভারতের। রবিবারের ম্যাচ মাস্ট উইন হওয়ায় বেঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে খুব বেশি পরিবর্তন করছেন না দ্রাবিড়। বোলিংয়ে ভরসা রাখছেন আবেশ খান, হর্শল প্যাটেলের ওপরই। চতুর্থ ম্যাচের দলই ধরে রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  দঃ আফ্রিকার বিপক্ষে দীনেশ কার্ত্তিকের দুরন্ত ইনিংসের পর তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তার মধ্যে অন্যতম সুনীল গাভস্কার। সানি বলছেন, কার্ত্তিক যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন তাঁকে সব বলই হিট করতে হত। তাঁর বয়সের দিকে তাকানো উচিত নয়। বরং পারফরমেন্সই তাঁর বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার কারণ হতে পারে। সানি আরও বলছেন, দিনেশ যদি বিশ্বকাপের দলে না থাকেন, তাহলে সেটা অবাক হওয়ার মতো বিষয় হবে। দঃ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি20 ম্যাচে দুরন্ত পারফরমেন্সের জন্য রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ দিলেন ভারতীয় পেসার আবেশ খান। প্রথম কয়েকটা ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও, তাঁকে দল থেকে বাদ দেননি কোচ রাহুল দ্রাবিড়। বরং তাঁর আত্মবিশ্বাস বা়ড়াতে ভোকাল টনিকের পাশাপাশি পর্যাপ্ত সুযোগও দেন দ্রাবিড়। সেই সুযোগই কাজে লাগিয়ে চতুর্থ টি20 ম্যাচে দঃ আফ্রিকার বিপক্ষে 18 রানে 4টি উইকেট নিয়ে ম্যাচ জেতানো বোলিং করেন আবেশ। ফলে নিজের ভালো পারফরমেন্সের জন্য কৃতিত্ব দ্রাবিড়কেই দিচ্ছেন তিনি। অক্টোবরে শুরু হচ্ছে টি20 বিশ্বকাপ। তার মাস তিনেক আগে থাকতেই একটা সেট দল তৈরি করে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। জুলাইয়ে ইংল্যান্ড সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য দল বাছাই করে নেবেন রাহুল দ্রাবিড়, জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যে ক্রিকেটাররা টি20 বিশ্বকাপে খেলতে পারে, স্রেফ তাঁদেরই বাছাই করে আলাদা অনুশীলন করানো হতে পারে। জুলাইয়ের পরে সব টি২০ সিরিজেও কম্বিনেশন গঠনে তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে।