Date : 2024-05-01

হেডার: ১০০ জন শিশুর হাতে তুলে দেওয়া হলো ১০০ টা রথ।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: করোনা র জন্যে দুবছর বন্ধ ছিল রথযাত্রা। সেই রথযাত্রা উৎসব কে এবছর ধুমধামের সঙ্গে পালিত করার জন্যে দক্ষিণ দমদম পৌরসভা পৌর প্রধান পরিষদ তথা ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পার্থ ভার্মার উদ্যোগে এক অভিনব রথযাত্রা হচ্ছে। ১০০ জন শিশুদের হাতে তুলে দেওয়া হলো ১০০ টা রথ।

তবে এর মধ্যেও চমক রয়েছে। যে শিশু বেশি সুন্দর করে সাজাতে পারবে নিজের রথ , তাকে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়জন কে পুরস্কারের পাশাপাশি অন্যান্যদের কেও পুরস্কার দেওয়া হবে। এবং সঙ্গে দেওয়া হবে রথের পাঁপড় ও জিলিপি।

৩৫ নম্বর ওয়ার্ডের পৌর পিতা পার্থ ভার্মা জানান ছোটো ছোটো শিশুদের হাতে রথ তুলে দিতে পেরে বেশ খুশি। তবে এবছর এই প্রথম এই ধরনের উদ্যোগ। তবে করোনা সংক্রমণ বাড়ছে তাই এই টা মাথায় রেখেই উৎসব পালন করতে হবে।

করোনা কে হারাতে হবে। তাই সোশ্যাল ডিসটেন্স রেখেই সব উৎসব পালন করতে পরামর্শ দিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পার্থ ভার্মা। তিনি জানান এই রথযাত্রা উৎসব সবার শুভ হোক।