Date : 2024-04-26

নিজেদের অবস্থানে অনড়, বৃহস্পতিবার থেকে আমরণ অনশনের পথে কলকাতা মেডিক্যালের পড়ুয়ারা

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ নিজেদের অবস্থানেই অনড় থেকে বৃহস্পতিবার থেকে আমরণ অনশনের ঘোষণা কলকাতা মেডিক্যালের পড়ুয়াদের। ২২ডিসেম্বর ভোটের দাবিকে মানতেই হবে এই কথাও ফের স্পষ্ট জানালেন তারা।

মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ঘেরাও মুক্ত হন প্রিন্সিপাল সহ ২৩ চিকিৎসক। পড়ুয়ারা জানায় দুপুর দুটো পর্যন্ত ডেড লাইন,তার মধ্যে মানতে হবে তিন দাবি তাভনা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। কি সেই তিনি দাবি?
১, ডিসেম্বরের ২২ তারিখই মেডিক্যাল কলেজের নির্বাচন।
২, ডাক্তারি ছাত্রদের নিগ্রহ করা হয়েছে তার তদন্ত।

৩, সেন্ট্রাল ল্যাব কার নির্দেশে বন্ধ করা হলো,তার জন্য তদন্ত।

তারপর সাংবাদিক সম্মেলন করেন প্রিন্সিপাল এমএসভিপিরা। তারা জানান ‘আমরা নীতিগত ভাবে নির্বাচনের পক্ষে হলেও সবটা আমাদের হাতে নেই। আমরা পড়ুয়াদের দাবি নিয়ে অনেক জায়গায় দরবার করেছি। কিন্তু তাও আমাদের সোফায় রাত কাটাতে হয়েছে। রাতে কিছু বহিরাগত এখানে আসে। বাদানুবাদ হয়৷ বাইরের কারোর এই ইলেকশন নিয়ে প্রবেশাধিকার নেই।’ পালটা পড়ুয়ারা বলেন কেউ বহিরাগত ছিলেন না যারা ছিলেন তারা জুনিয়র ডাক্তার’। এরপর শুরু হয় অনশনের প্রস্তুতিও।

তারপর বিকাল বেলা সাংবাদিক সম্মেলন করে পড়ুয়ারা জানিয়ে দেন বৃহস্পতিবার থেকে অনশন শুরু করবেন তারা। তবে যে মুহুর্তে তাদের দাবি মেনে নেওয়া হবে তখনই তারা অনশন তুলে নেবেন।