Date : 2024-04-26

পঞ্চায়েত সম্মেলনে জোর বিজেপির,আজ দিল্লিতে বৈঠক বিজেপির।

সুচারু মিত্র, সাংবাদিক ঃ পঞ্চায়েত নির্বাচনের আগে কলকাতায় এসে অমিত শাহ বার্তা দিয়ে চলে যাওয়ার পরেই বিজেপির পঞ্চায়েত কৌশল নিয়ে তৎপরতা তুঙ্গে, রাজ্য বিজেপি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে পঞ্চায়েত সম্মেলনে জোর দেবে বিজেপি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা, জেলায় জেলায় পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন, বুঝে নেবেন বুথ কমিটির হাল, গ্রামের মানুষের কাছে আরও কাছাকাছি পৌঁছতে উঠোন বৈঠক করতে চলেছে বিজেপি। একেবারে মানুষের দুয়ারে গিয়ে তথ্য সংগ্রহ করবে বিজেপি কর্মীরা, এলাকার সমস্যা লিপিবদ্ধ করে পাঠাতে হবে জেলা সভাপতির কাছে। সেই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্থানীয় স্তরে দুর্নীতি পেলেই চলবে পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি। বহুমুখী পরিকল্পনা নিয়ে বিজেপির পঞ্চায়েত প্রস্তুতি এখন তুঙ্গে, এরই মাঝে দিল্লিতে সোমবার পঞ্চায়েত কৌশল নিয়ে বিজেপি সাংসদ এবং পদাধিকারীদের নিয়ে বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের। বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরে সেই শুরু হয়ে যাবে বিজেপির তিন নেতার ৩০ দিনে ১৫টি পঞ্চায়েত সম্মেলনের কর্মসূচি।

দক্ষিণ বঙ্গ জোন দিয়ে শুরু করে উত্তরবঙ্গ জোনে গিয়ে শেষ হবে এই পঞ্চায়েত সম্মেলন, প্রত্যেকটি জেলাকে ইতিমধ্যেই প্রস্তুত করতে বলা হয়েছে সাংগঠনিক রিপোর্ট, পঞ্চায়েতে প্রস্তাবিত প্রার্থীদের নাম এখন থেকেই জেলা সভাপতির হাতে প্রস্তুত রাখতে বলা হয়েছে, বারংবার বৈঠক করে বিজেপি চাইছে গোষ্ঠীদ্বন্দ্বকে ধামাচাপা দিয়ে পঞ্চায়েতে মনোনিবেশ করতে।