Date : 2024-04-29

প্রকাশিত হল মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফল

নাজিয়া রহমান, সাংবাদিক : মাধ্যমিকের পর এবার প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। হাই মাদ্রাসায় পাশের হার ৮৮.০৯ শতাংশ। আলিমে পাশের হার ৯০.৬৯ শতাংশ আর ফাজিলে পাশের হার ৯১.১৫ শতাংশ।

প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। চলতি বছর হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা শুরু হয়  ২৩ ফেব্রুয়ারি আর শেষ হয় ১৩ মার্চ।  হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল মিলিয়ে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৩৫৬৫ জন।

হাই-মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৫২০৬ জন। মোট পাশ করেছেন ৩১০১৪ জন।পাশের হার ৮৮.০৯ শতাংশ। প্রথম স্থানাধিকারী মুর্শিদাবাদের আশিক ইকবাল। তার প্রাপ্ত নম্বর ৭৮০।

আলিমে পরীক্ষার্থীর সংখ্যা ৮৮০৩ জন। মোট পাশ করেছেন ৭৯৮৪ জন। পাশের হার ৯০.৬৯ শতাংশ।
প্রথম স্থানাধিকারী উত্তর ২৪ পরগনায়র মহম্মদ সুজাউদ্দিন লস্কর। তার প্রাপ্ত নম্বর ৮৪৫।

ফাজিল পরীক্ষার্থীর সংখ্যা ৫৬৩৩ জন।মোট পাশ করেছেন ৫১৩৫ জন।পাশের হার ৯১.১৫ শতাংশ।
৫৬৫ নম্বর পেয়ে প্রথম স্থানাধিকারী হুগলির ফাহিম আখতার।

মাধ্যমিকের শতকরা পাশের হার গতবারের থেকে কিছুটা কমেছে। অন্যদিকে গতবারের থেকে কিছুটা বেড়েছে হাই মাদ্রাসার পাশের হার। গত বছর হাই মাদ্রাসার পাশের হার ছিল ৮৭.০২ শতাংশ। এবার সোখানে হাই মাদ্রাসার পাশের হার ৮৮.০৯ শতাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের কৃতি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।