Date : 2024-05-06

বাজারে উধাও মাছ, নেপথ্যে করমণ্ডল এক্সপ্রেস দূর্ঘটনা?

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দূর্ঘটনার পর শহরের বাজারে বৃদ্ধি পাচ্ছে রুই, কাতলার দাম। যদিও জোগান কম। একে তীব্র গরম তার ওপর মূল্য বৃদ্ধি, দুইয়ের কোপে মাথায় হাত মাছ ব্যবসায়ীদের

প্রতি বছরেই গরমের সময় মাছ বাজারে কিছুটা হলেও মন্দা দেখা যায় এবার সেই মন্দা আরও বেশি।৷ দক্ষিণ ভারত থেকে ট্রেনে করে যে মাছ কলকাতার বাজারে এসে পৌঁছয়, তাতে বিঘ্ন ঘটেছে। এর ফলে রুই-কাতলার দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাছ বিক্রেতারা জানাচ্ছেন, গরম না কমলে এবং রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক না হলে মাছের আকাল সহজে যাবে না।

যদিও টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানালেন মাছের জোগান পরিমিত আছে। সরকার নজর রাখছে।

অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় ৩০ শতাংশ মাছ আসে ট্রেনে। কিন্তু ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক না হওয়ায় সেই মাছ আসা বন্ধ। দক্ষিণ ভারত থেকে থার্মোকলের বাক্স করে ট্রেনে করে মাছ আসে বাজারে। কিন্তু ওড়িশায় ট্রেন দুর্ঘটনার জেরে যে সব ট্রেন আটকে গিয়েছিল, তাতে থাকা মাছ ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে।

অন্যদিকে এই ট্রেন দুর্ঘটনার আগে মানিকতলা মাছ বাজারে কাটাপোনা বিক্রি হচ্ছিল ৩০০ থেকে ৩৫০ টাকায়। এখন সেই মাছের দাম একলাফে ৪৫০ টাকা হয়েছে। বিক্রেতারা বলছেন, সবে লাইন পাতা হয়েছে। একে একে ট্রেন যাতায়াত শুরু করেছে অন্ধ্রপ্রদেশে। অবস্থা স্বাভাবিক হলে ব্যবস্থাও জোরদার হবে